Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Shamsuddin on January 08, 2013, 09:18:50 AM

Title: ধূমপান পরিহার ‘উদ্বেগ কমায়’
Post by: Shamsuddin on January 08, 2013, 09:18:50 AM

ধূমপান পরিহার ‘উদ্বেগ কমায়’



ধূমপানে মানসিক চাপ কমে- এমন ধারণা প্রচলিত থাকলেও গবেষণায় পাওয়া গেছে উল্টো ফল। ধূমপায়ীরা সত্যিকার অর্থেই ধূমপান ছেড়ে দিলে পরবর্তীতে তারা কম উদ্বেগ বোধ করে বলে জানিয়েছেন ব্রিটিশ গবেষকরা।

ইংল্যান্ডে ধূমপান নিরোধক ‘এনএইচএস’ ক্লিনিকে আসা প্রায় ৫০০ ধূমপায়ীর ওপর গবেষণা করে এ তথ্য পেয়েছে ‘দ্য ব্রিটিশ জার্নাল অব সাইক্রিয়াট্রি স্টাডি’ কর্তৃপক্ষ।

গবেষণার ফলে দেখা গেছে, ধূমপান ছেড়ে দেয়ার ছয় মাস পর ৬৮ জন ধূমপায়ীর উদ্বেগের মাত্রা লক্ষণীয় মাত্রায় কমে গেছে। বিবিসি এ খবর দিয়েছে।

যারা সখের বশে ধূমপান করেন তাদের চেয়ে মেজাজ ও উদ্বেগ বৈকল্যে ভোগেন এমন ধূমপায়ীর ক্ষেত্রে এ প্রভাব বেশি বলে জানিয়েছেন গবেষকরা।

গবেষণার এ ফল ধূমপায়ীদের ধূমপান ছাড়তে উদ্ধুত করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তারা।

‘কেমব্রিজ’, ‘অক্সফোর্ড’, ‘কিংস কলেজ অব লন্ডন’সহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গবেষণাটি পরিচালনা করেছেন।

Source: Internet
Title: Re: ধূমপান পরিহার ‘উদ্বেগ কমায়’
Post by: tany on February 20, 2013, 05:26:59 PM
Very useful post...