Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Shamsuddin on January 22, 2013, 09:50:06 AM
-
ধূমপানে নিষেধাজ্ঞা: কমেছে শিশু অ্যাজমার হার
বিবিসি’র খবরে বলা হয়েছে, লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকরা তাদের গবেষণার ফলে এ তথ্য জানিয়েছেন।
গবেষণায় দেখা গেছে, জনসমাগম এলাকাগুলোতে আইন করে ধূমপান নিষিদ্ধ হওয়ার পর প্রথম বছরেই হাসপাতালগুলোতে অ্যাজমা আক্রান্ত শিশুরোগীর হার ১২ শতাংশ কমে গেছে।
গবেষকরা ২০০২ সালের এপ্রিল মাস থেকে ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সেবা ‘এনএইচএস’ পরিসংখ্যান পর্যালোচনা করে দেখেছেন, ২০০৭ সালের জুলাইয়ে ধুমপান নিষিদ্ধ আইন চালুর আগে বছরে মারাত্মক অ্যাজমা আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে ২ শতাংশের বেশি হারে।
এই পরিসংখ্যান মাথায় রেখেই গবেষকরা ধূমপান বিরোধী আইন চালুর পরবর্তী ১২ মাসে হিসাব কষে দেখতে পান, এ হার ১২ শতাংশ কমে এসেছে। এমনকি, এর পরের দু’বছরে হাসপাতালে অ্যাজমা আক্রান্ত শিশু ভর্তি কমেছে আরো ৩ শতাংশ হারে।
শহর এমনকি গ্রামাঞ্চলের সব শিশুর ক্ষেত্রেই অ্যাজমা আক্রান্তের এ নিম্নহার দেখা গেছে। তাছাড়া, বেশিরভাগ মানুষই এখন বাড়ির পরিবেশও ধূমপানমুক্ত রাখার দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন গবেষকরা।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে জার্নাল ‘পেডিয়াট্রিক্স’-এ। যুক্তরাজ্যের অ্যাজমা নিরাময় কর্তৃপক্ষ এ পরিসংখ্যান ‘আশাব্যাঞ্জক’ বলে অভিহিত করেছে।
Source: Internet
Abu Kalam Shamsuddin
Lecturer
Department of Multimedia Technology and Creative Arts
-
Nice to know that...