Daffodil International University

IT Help Desk => Telecom Forum => Topic started by: arefin on February 01, 2013, 06:29:53 PM

Title: ভারতে ফ্রি রোমিং সুবিধা চালু করলো এয়ারসেল
Post by: arefin on February 01, 2013, 06:29:53 PM
(http://img.priyo.com/files/201301/aircel-launches-300.jpg)

নতুন এক প্যাকেজের মাধ্যমে সারা দেশে একরেট চালু করলো ভারতীয় মোবাইল অপারেটর এয়ারসেল। নতুন প্যাকেজ আওতায় এয়ারসেল গ্রাহকেরা সমগ্র ভারতে ভয়েস, এসএমএস এবং ডাটার জন্য একরেট প্রদান করবে। ‘এক দেশ, এক রেট,’ এই স্লোগানের মধ্যে দিয়ে নতুন প্যাকেজটির উদ্বোধন করলো এয়ারসেল।

এয়ারসেল এক বিবৃতিতে জানিয়েছে রোমিং অবস্থায় এয়ারসেল থেকে আসা ইনকামিং কলের জন্য গ্রাহককে কোন চার্জ দিতে হবে না। এয়ারসেল দিল্লির গ্রাহকেরা ৩৯ রুপীর বিনিময়ে এবং মুম্বাইয়ের গ্রাহকেরা ৩২ রুপীর বিনিময়ে নতুন প্যাকেজটি গ্রহণ করতে পারবে। অন্যান্য সার্কেলের জন্য প্যাকেজটির মূল্য ২১ থেকে ৫৯ রুপীর মধ্যে বিরাজ করছে। প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা অনুপম ভাসুদেভ বলেন, “...এই পণ্যের মাধ্যমে এয়ারসেলের গ্রাহকেরা নিজস্ব সার্কেলে এবং ভ্রমণের সময় ভয়েস, বার্তা এবং ডাটা সেবার জন্য একরেট প্রদান করবে।”

রোমিং অবস্থায় বিনামূল্যে ইনকামিং কল সুবিধা যুক্ত এই প্যাকেজের গ্রাহকদেরকে প্রতি সেকেন্ডে ১ পয়সা এবং প্রতিটি বার্তা ১ রুপী করে চার্জ করার সিদ্ধান্ত নিয়েছে এয়ারসেল।