Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Shamsuddin on February 04, 2013, 09:26:23 AM

Title: Aspirin increases the risk of blindness
Post by: Shamsuddin on February 04, 2013, 09:26:23 AM
অ্যাসপিরিন ‘অন্ধত্বের’ ঝুঁকি বাড়ায়

যারা অ্যাসপিরিন গ্রহণ করেন না তাদের তুলনায় নিয়মিত অ্যাসপিরিন সেবীদের অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি দ্বিগুণ।

গবেষকরা বলছেন, অ্যাসপিরিন সেবনে বয়সের সঙ্গে সঙ্গে এমন এক ধরনের রোগ দেখা দেয়ার আশঙ্কা আছে যাতে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়ে অন্ধত্ব বরণ করতে হতে পারে।

২ হাজার ৩৮৯ জন মানুষের ওপর গবেষণাটি পরিচালনা করেছেন সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

যুক্তরাষ্ট্রের ‘জেএএমএ ইন্টারনাল মেডিসিন’ সাময়িকীতে গবেষণার ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

তবে অন্ধত্বের ঝুঁকি থাকলেও এখন পর্যন্ত অ্যাসপিরিনের বিকল্প নেই।হৃদরোগীরা প্রতিদিন কম মাত্রায় অ্যাসপিরিন সেবন করলে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। কোন কোন বিশেষজ্ঞের মতে, এটি ক্যান্সারও প্রতিরোধ করতে পারে।
গবেষকরা মধ্য-ষাটের কোঠার ব্যক্তিদের ওপর এ গবেষণা চালিয়ে দেখতে পান, প্রতি দশ জনে একজন প্রতি সপ্তাহে কমপক্ষে একবার অ্যাসপিরিন সেবন করেন।

গবেষণার সময়টিতে ব্যক্তিদের পাঁচ, দশ ও পনের বছর পর চোখের পরীক্ষা করা হয়।

এরপর তারা দেখতে পান, যারা অ্যাসপিরিন গ্রহণ করেছে তাদের ৯ দশমিক ৩ শতাংশ বসয়ের সাথে সাথে অন্ধত্বের দিকে যাচ্ছে। আর যারা অ্যাসপিরিন সেবন করেনি তাদের মাত্র ৩ দশমিক ৭ শতাংশের ক্ষেত্রে এ ঝুঁকি আছে ।

তবে এ বিষয়ে আরো গবেষণার প্রয়োজন রয়েছে এবং এ গবেষণার পর চিকিৎসকরা ভবিষ্যতে অ্যাসপিরিন সেবনের পরামর্শ দেয়ার আগে আরো একটি বিষয়কে বিবেচনায় আনবেন বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

Source: Internet
Abu Kalam Shamsuddin
Lecturer
Department of Multimedia Technology and Creative Arts
Daffodil International University
Dhaka
Title: Re: অ্যাসপিরিন ‘অন্ধত্বের’ ঝুঁকি বাড়ায়
Post by: nmoon on February 11, 2013, 05:10:31 PM
Yes, we should aware about this medicine. it's really harmful for our body.
Title: Re: অ্যাসপিরিন ‘অন্ধত্বের’ ঝুঁকি বাড়ায়
Post by: Adiba_Anis on February 12, 2013, 01:50:28 PM
Very helpful discussion.

I came to know earlier that some of these reduce the efficiency of brain activities and many harm the reproductive system of the consumers. :(
Title: Re: Aspirin increases the risk of blindness
Post by: sumon_acce on February 18, 2013, 10:34:41 AM
It's really a harmful medicine for our body......so thanks for the useful post.
Title: Re: Aspirin increases the risk of blindness
Post by: Tajmary on February 19, 2013, 10:48:11 PM
Very useful post..
Title: Re: Aspirin increases the risk of blindness
Post by: tany on February 20, 2013, 12:12:38 AM
very useful post...
Title: Re: Aspirin increases the risk of blindness
Post by: nayeemfaruqui on February 20, 2013, 09:36:47 AM
Good post...