Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Hadith => Topic started by: bipasha on February 19, 2013, 10:02:34 AM

Title: QuranerAlo.com - কুর'আনের আলো'
Post by: bipasha on February 19, 2013, 10:02:34 AM
ঈমানের পরিচয় দিতে হলে, কাউকে ভালবাসবার আগে আল্লাহর জন্য হৃদয়ের গভীরে সুদৃঢ় ভালবাসা রাখতে হবে। কিছু মানুষ এর ব্যতিক্রম করে। আল্লাহ তা‘আলা বলেন, ‘‘আর কোন লোক এমনও রয়েছে যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনি ভালবাসা পোষণ করে, যেমন আল্লাহর প্রতি ভালবাসা হয়ে থাকে। কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমানদার তাদের ভালবাসা ওদের তুলনায় বহুগুণ বেশী।’’(সূরা আল বাক্বারাহ:১৬৫)