Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Islam => Hadith => Topic started by: bipasha on February 19, 2013, 10:09:40 AM
-
“শীঘ্রই এমন একসময় আসবে, যখন এই পৃথিবীর বিভিন্ন জাতিরা একে অপরকে মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য পরস্পরকে আহবান করবে, যেভাবে ক্ষুধার্ত নেকড়ে তাদের খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে।â€
কেউ একজন জিজ্ঞেস করলেন,“সেই সময় কি আমরা সংখ্যায় কম থাকবো?â€
উত্তরে রাসুল(সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন,
“না, সে সময় সংখ্যায় তোমরা হবে অগণিত। কিন্তু'তোমরা হবে বানের জলে ভেসে আসা খড়কুটোর মতো [অর্থাৎ, শক্তিহীন]। শত্রুদের অন্তরে তোমাদের সম্পর্কে যে ভয় আছে আল্লাহ তা উঠিয়ে নেবেন এবং তোমাদের অন্তরে তিনি ওয়াহন নিক্ষেপ করবেন।â€
একজন সাহাবী জিজ্ঞেস করলেন,“ইয়া রাসুলুল্লাহ! ওয়াহন কি?â€
রাসুল(সাঃ) বললেন,“দুনিয়ার প্রতি ভালোবাসা আর মৃত্যুর প্রতি ঘৃণা।â€
[আবু দাউদ এবং আহমদ]