Daffodil International University

Entertainment & Discussions => Story, Article & Poetry => Topic started by: arefin on February 20, 2013, 10:49:05 AM

Title: শিরোনামহীন
Post by: arefin on February 20, 2013, 10:49:05 AM
এখানে সূর্য আসে না নিয়ে স্নিগ্ধ সকাল

ঘাসের ওপর জমে থাকা 

মুক্তাবিন্দু পায় না কারো স্পর্শ । 

ইদুরদৌড়ে মত্ত নাগরিক জীবনযাপনে 

প্রকৃতিকে দেবার মত সময় কোথায় ? 

কালো ধোয়ায় পথ হারায় দক্ষিনা বাতাস 

দুপুরের রোদে ক্লান্ত দোয়েলের শীষ শুনি না   

বহুকাল,ভেসে আসে শুধু ছুটে চলার গর্জন। 

আকাশ দখলের প্রতিযোগীতায় জেগে ওঠা 

দালানের ভীড়ে হয় না স্থান রংধনুটার। 

বিলবোর্ডে সুন্দরীর রোদ-বৃস্টি-ঝড়ে অমলিন 

হাসি দেখে জোছনা আজ হাসতে লজ্জা পায়।

মুখ থুবড়ে পড়ে থাকে নাম না জানা ফুল 

পথের পাশে,তার আর্তনাদ শোনার জন্য 

নেই কোন পথিক। 

আছে যন্ত্রদানবের মাঝে বসে থাকা আধুনিক   

কোন যন্ত্রমানব। 

ধারাবাহিক নাটকের মতন ধারাবাহিক   

রোজকার এই ধরাবাধা শহুরে জীবন। 

বিজ্ঞাপনের বিরতির মতন আছে শুধু 

বিষন্নতা আর ক্ষয়ে যাবার দীর্ঘশ্বাস। 

তবুও রাতের নিয়নে হয়ত কারো মনে 

জাগে নতুন কোন স্বপ্নের আলো। 

বৃস্টির শীতলতায় হারায় যন্ত্রমানবের যান্ত্রিকতা... 

ছুয়ে যায় ছেলেবেলার স্মৃতি,খুঁজে পেতে চায় 

হারানো সব প্রিয়মুখ। 

হাউজিং প্রকল্পের টুকরো জমির বুকে 

বেমানান কাশবন শুনিয়ে যায় যেন তেপান্তরের গান। 

না বলা হাজারো কথাগুলো ফুটে ওঠে 

লোডশেডিং এ জেগে থাকা নক্ষত্রের মাঝে। 

গভীর রাতে বেজে ওঠা পুরোন গানে 

খুঁজে ফিরি বহুদুরে হারিয়ে ফেলা তোমাকে।

তোমায় ভেবে আবারও লিখতে থাকি 

শিরোনামহীন কোন অলস কবিতা......... 

তিলোত্তমা ঢাকা,কেমন আছ তুমি?

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn1/61729_1570674982146_7178900_n.jpg)
Title: Re: শিরোনামহীন
Post by: nayeemfaruqui on February 20, 2013, 12:13:43 PM
Awesome....
Title: Re: শিরোনামহীন
Post by: arefin on March 17, 2013, 04:16:53 PM
Dhonnobaad