Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: tany on February 20, 2013, 12:20:27 AM
-
কোমল পানীয় হলেও তা দাঁতের ক্ষয়সহ বিভিন্ন রকম ক্ষতির কারণ হতে পারে।সম্প্রতি অস্ট্রেলিয়ার একদল চিকিৎসক গবেষণা করে এধরনের তথ্য দিয়েছেন।
মিষ্টি পানীয় বিশেষত কোমল পানীয় সেবনকারী শিশুদের ওপর তারা গবেষণাটি চালিয়েছিলেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডিলিয়াড’র স্কুল অব ডেন্টিস্ট্রি’র শিক্ষার্থীরা ১৬ হাজার আটশ’ শিশুর উপর গবেষণা চালান। অস্ট্রেলিয়ান রিসার্চ সেন্টারের আমফিল্ড এই ফলাফল প্রকাশ করে।
তিনি বলেন, এসব মিষ্টি পানীয় বিশেষ করে কোমল পানীয় (সফট ড্রিংকস) শিশু ও বয়স্কদের দাঁতে রোগের সৃষ্টি করে।
অ্যামফিল বলেন, গবেষণার তথ্য-উপাত্তে দেখা যায়, কোমল ও মিষ্টি পানীয়ের অতি অম্লতা চিনির মতই দাঁতে ক্ষয় সাধন করে, এতে দাঁতের ক্ষয় হয়।
জরিপে আরো দেখা যায়- কোমল পানীয়ের পরিবর্তে ফ্লোরিডেটেড পানির ব্যবহারের ফলে দাঁতের ক্ষয় হ্রাস পায়। আর ফলে দাঁতের সুস্থ্যতার জন্য এধরনের পানি খুবই প্রয়োজনীয়।
জরিপের ফলাফল আমাদের এও নির্দেশ করে শিশুদের কোমল পানীয় খাওয়ানোর পরিবর্তে ফ্লোরেড ওয়াটারে অভ্যস্ত করা উচিত। এর ফলে তাদের দাঁতের উন্নতি হবে।
-
Decaying your teeth is one of the major concern, we have to be careful before taking soft drinks.