Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: tany on February 20, 2013, 12:28:59 AM

Title: Bionic Human
Post by: tany on February 20, 2013, 12:28:59 AM
রেক্স, পৃথিবীর প্রথম বায়োনিক মানব যার শিরায় রক্ত প্রবাহিত হচ্ছে, শরীরে আছে বৃক্ক, অগ্ন্যাশয় ও শ্বাসনালীর মতো গুরুত্বপূর্ণ অঙ্গ, তারপরও সে মানুষ নয়। এমনই এক বায়োনিক মানবের খবর জানিয়েছে সিনেট।
রেক্সের চেহারা মানুষের মতো এবং এর বিভিন্ন কৃত্রিম অঙ্গ-প্রতঙ্গ, যেমন অগ্ন্যাশয়, প্লীহা, বৃক্ক ও শ্বাসনালী রয়েছে। এমনকি এর একটি কার্যকরী কৃত্রিম রক্তসঞ্চালন প্রণালীও আছে। এটি লম্বায় সাড়ে ছয় ফিট এবং এর দাম প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার।

একদল রোবট গবেষক ‘হাউ টু বিল্ড এ বায়োনিক ম্যান’ শীর্ষক টেলিভিশন প্রামাণ্যচিত্র তৈরি করার সময় রেক্সকে তৈরি করেন। তারা বলেন, তাদের উদ্দেশ্য ছিল, বিজ্ঞানের সীমারেখা যাচাই করে দেখা। তারা দেখাতে চেয়েছেন, কিভাবে এখন আধুনিক বিজ্ঞানের সাহায্যে মানুষের আসল অঙ্গপ্রতঙ্গকে মানুষেরই তৈরি কৃত্রিম অঙ্গপ্রতঙ্গ দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব।

গবেষকদের একজন, জুরিখ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী বারটোল্ট মেয়ার বলেন, ‘আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি পছন্দ ন্যানোপার্টিকল দিয়ে তৈরি এর কৃত্রিম রক্ত, যা আসল রক্তের মতোই অক্সিজেনকে সংকুচিত করতে সক্ষম। কিন্তু এটি তো আসল রক্ত নয়, এগুলো হচ্ছে ন্যানোপার্টিকল।’

এছাড়া মেয়ার কৃত্রিম কিডনি প্রতিস্থাপন নিয়েও বেশ আশাবাদী। ভবিষ্যতে হয়তো আর আসল কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হবে না।

রেক্সকে এই মুহূর্তে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে ‘হাউ মাচ অফ ইউ ক্যান বি রিবিল্ট?’ শীর্ষক প্রদর্শনীতে রাখা হয়েছে। এই প্রদর্শনী মার্চের ১১ তারিখ পর্যন্ত চলবে।
Title: Re: জনসম্মুখে এলো প্রথম বায়োনিক মানব ‘রেক্স’
Post by: nayeemfaruqui on February 20, 2013, 09:32:06 AM
Good post..
Title: Re: More Details about rex.
Post by: Omar Faruk Mazumder on April 07, 2013, 01:35:47 PM
Great post madam.... Here is some details about Rex

Eye: A pair of glasses fitted with a camera transmits images to a microchip inserted directly onto the retina. The retina picks up the implant's electrical pulses, which the brain interprets as shapes and patterns. Although retinal implants have been in development for years, they generally suffer from poor resolution – but the technology continues to evolve.

Ear: A cochlear implant stimulates nerve fibers in the inner ear, generating signals that can be interpreted by the human brain. Unfortunately the bionic man doesn't really have ears, and has just an internet chat bot program for a brain (so the cochlear implant isn't really being used at all), but you get the idea. It possesses limited artificial intelligence, relying on standard speech recognition and speech synthesis to respond to spoken words.

Heart: More than a thousand patients have received SynCardia's battery-powered artificial heart, but it is still only a temporary solution until a donor can be found.

Pancreas: An experimental gel-like sack containing insulin that liquifies and hardens to release or retain insulin depending on blood glucose levels. Inventor Joan Taylor (Professor, De Montfort University) believes it is around seven years from general use.

Kidney: A silicon nano-scale filtration system powered by the patient's blood pressure, that uses a small bio-reactor containing renal tubule cells from a healthy kidney to perform the job of the real organ. Clinical trials are set for 2017.

Legs: The Rex robotic exoskeleton gives the bionic man its balance and ability to walk. It's one of a handful of devices being developed around the world that augment human strength. Rather than replacing the human legs, it is worn almost like a pair of pants.

Foot and ankle: The iWalk BiOM ankle mimics the actions of the calf muscle and Achilles tendon. It was developed by Professor Hugh Herr, who lost his legs to frostbite in a climbing accident. Unlike the Rex exoskeleton, this is a prosthetic that is designed to take the place of the lower leg.


Source: http://www.redicecreations.com
Title: Re: Bionic Human
Post by: Sharmin Jahan on April 10, 2013, 09:48:38 AM
Unbelievable!!!
Title: Re: Bionic Human
Post by: Omar Faruk Mazumder on May 07, 2013, 11:41:39 AM
We are in the age where science will be able to create human imitation very soon.    :)