Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: tany on February 20, 2013, 03:24:02 PM

Title: Sony pillow will broke your sleep !
Post by: tany on February 20, 2013, 03:24:02 PM
শান্তিুর ঘুমের জন্য অতি প্রয়োজনীয় বালিশটি হয়তো অদূর ভবিষ্যতে ভাঙ্গিয়ে দেবে আপনার ঘুম। সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, ঘুম ভাঙ্গাতে সাহায্য করবে, এমন এক বৈদ্যুতিক বালিশের পেটেন্টের জন্য আবেদন করেছে জাপানের টেক জায়ান্ট সনি।


পেটেন্টের জন্য সনির করা আবেদন অনুযায়ী, এতে থাকবে একাধিক ইলেকট্রোড ও সেন্সর। ব্যবহারকারীকে ঘুমাতে সাহায্য করা থেকে সময়মতো ঘুম থেকে জাগিয়ে দেয়ার কাজটিও করবে সনির ‘ইলেকট্রিক বালিশটি’।

সনির এই বালিশ বাজারে আসলে আর হয়তো ঘুম থেকে উঠতে হবে না বিরক্তিকর অ্যালার্ম ঘড়ির শব্দে। কখন থেকে আপনি ঘুমানোর চেষ্টা করছেন সেটা নয়, বরং ঠিক কখন ঘুমিয়ে পড়েছেন তা জনা থাকবে আপনার বালিশটির। আর প্রয়োজনীয় ঘুমের পর বালিশটিই আপনাকে জাগিয়ে দেবে ঠিকঠাক।
Title: Re: ঘুম ভাঙ্গাবে সনির বালিশ!
Post by: nayeemfaruqui on February 21, 2013, 11:13:09 PM
This types of things already i saw in Japan...Thanks for sharing
Title: Re: ঘুম ভাঙ্গাবে সনির বালিশ!
Post by: nmoon on February 22, 2013, 01:06:01 PM
Is it helpful for our body? Any reaction on our brain cell?
Title: Re: ঘুম ভাঙ্গাবে সনির বালিশ!
Post by: Sharmin Jahan on February 26, 2013, 12:53:08 PM
Is there any side effect?
Title: Re: ঘুম ভাঙ্গাবে সনির বালিশ!
Post by: fernaz on February 26, 2013, 12:55:33 PM
Wowww!! Very Interesting!!