Daffodil International University
Health Tips => Food => Fast Food => Topic started by: bipasha on February 23, 2013, 08:54:27 AM
-
বিফ উইথ পাস্তা
উপকরণ
নুডলস, টমেটো কুচি ১ কাপ করে; পাস্তা, তেল ও গরুর কিমা আধা কাপ করে; টমেটো পেস্ট, ওয়েস্টার সস ও ধনেপাতা ১ টেবিল চামচ করে; রসুন কুচি, টেস্টিং সল্ট ১ চা-চামচ করে; পেঁয়াজ কুচি ও গাজর কুচি ২ টেবিল চামচ, মাস্টার্ড পেস্ট, সাদা গোলমরিচ গুঁড়ো আধা চা-চামচ করে; কাঁচামরিচ ৩-৪টি, লবণ স্বাদমতো।
প্রণালী
একটি প্যানে তেল গরম করে তাতে নুডলস হালকা বাদামি করে ভাজুন। অন্য একটি পাত্রে পাস্তা সেদ্ধ করুন। এরপর একটি প্যানে আধা কাপ তেল গরম করুন। এবার এতে পেঁয়াজ, রসুন, গাজর কুচি হালকা বাদামি করে ভাজুন। এরপর তাতে গরুর মাংসের কিমা দিন। এবার এতে ওয়েস্টার সস, সাদা গোলমরিচ গুঁড়ো, মাস্টার্ড পেস্ট দিন। পরে টমেটো কুচি, টমেটো পেস্ট দিয়ে আধা কাপ পানি দিন। ঘন হলে সেদ্ধ করা পাস্তা, কাঁচামরিচ কুচি ও ধনেপাতা দিয়ে নামান। ভাজা লুডলস মিশিয়ে গরম গরম পরিবেশন করুন।
-
Thanks for the recipe ..
-
visualizing the dish :P