Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Shamsuddin on February 26, 2013, 09:10:41 AM

Title: Smoking is prohibited in Russia
Post by: Shamsuddin on February 26, 2013, 09:10:41 AM
ধূমপান নিষিদ্ধ করছে রাশিয়া


এ আইনের আওতায় পহেলা জুন থেকে সাবওয়ে এবং স্কুলের মতো জনসমাগম এলাকাগুলোতে ধূমপান নিষিদ্ধ হওয়াসহ সিগারেট বিক্রির ওপর বাধা-নিষেধ জারি হবে।

এর পরের বছর রেস্তোরা এবং ক্যাফে শপের মতো স্থানগুলোতেও কার্যকর হবে এ আইন।

২০১৪ সালের পহেলা জুন থেকে রাস্তার পাশের ছোট দোকানগুলোতে নিষিদ্ধ হবে তামাকজাত পণ্য বিক্রি।

সেইসঙ্গে সিগারেটের বিজ্ঞাপনের ওপর কড়াকড়ি আরোপসহ সিগারেটের নূন্যতম দাম নির্ধারণের বিষয়টিও নজরে আনা হবে।

চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামাকের বাজার রাশিয়ায় ধূমপানবিরোধী এ কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার।

২০১২ সালে নতুন করে ৬ বছর মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পুতিন দেশের নাগরিকদের স্বাস্থ্যসম্মত জীবন-যাপনের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন।

নতুন আইনে রুশরা ধূমপান আসক্তি কাটিয়ে উঠবে এবং জনসংখ্যায় ধস ঠেকানো সম্ভব হবে বলেই আশা করা হচ্ছে।

রাশিয়ার প্রায় প্রতি তিন জনে একজন ধূমপান আসক্ত এবং প্রতিবছর প্রায় ৪ লাখ মানুষ ধূমপানজনিত রোগে মারা যায় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।

মাত্রাতিরিক্ত ধূমপান ও এর কুফল ঠেকাতে নতুন আইনটি গতবছর রাশিয়ার পার্লামেন্টে উত্থাপন করা হয়।

গত সপ্তাহে শনিবার আইনটিতে সই করেন প্রেসিডেন্ট পুতিন। তবে ওইদিন কিছু না জানিয়ে সোমবার তিনি একথা ঘোষণা করলেন।

Source: Internet
Abu Kalam Shamsuddin
Lecturer
Department of Multimedia Technology and Creative Arts
Daffodil International University
Dhaka
Title: Re: ধূমপান নিষিদ্ধ করছে রাশিয়া
Post by: fernaz on February 26, 2013, 11:42:13 AM
Bangladesh should be inspired to take decision like this.......
Title: Re: ধূমপান নিষিদ্ধ করছে রাশিয়া
Post by: Sharmin Jahan on February 26, 2013, 12:46:36 PM
I agree.