Daffodil International University
Entertainment & Discussions => Story, Article & Poetry => Topic started by: arefin on March 03, 2013, 11:11:20 AM
-
অতঃপর সে আমাকে বললো - ভালোবাসি
রাতের তারাগুলো আজ বেশী আলো ছড়ালো
আমি জেনেছি তার দুহাতের আলিঙ্গনে আমার পৃথিবী
আমি আমার নিজেকে বিলিয়ে দিয়েছি তার চোঁখে
আমি অতীতকে বলি- তুমি থাক, আমি চললাম।
অতঃপর সে বললো চলে যাচ্ছে দূর অজানায়
শেষ বিকেলের আলো আজ বড্ড ম্লান
আমি জেনেছি মায়াহীন ভুবনে আমার বিমূর্ত আবাস
আমার চোঁখের জল বিলিয়ে দিয়েছি তার চোঁখে
আমি বর্তমানকে বলি- তুমি একটু বোস আমার পাশে।
অতঃপর হারিয়ে যাচ্ছি বলে আমার কোন দুঃখ নেই
আমি অন্ধকারকে নিজের ছায়া হিসেবে মানিয়ে নিয়েছি
আমি জেনেছি অকারন শুধু সত্যের মাঝে আমার বসবাস
আমি সপ্নকে বিলিয়ে দিয়েছি তার চোঁখে
আমি আগামীকে বলি - তুমি এগোও আমি আছি নিশ্চুপ।
(https://fbcdn-photos-a.akamaihd.net/hphotos-ak-ash3/523523_10151090539480877_1441238613_a.jpg)