Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Shamsuddin on March 04, 2013, 06:12:54 PM

Title: Apple company
Post by: Shamsuddin on March 04, 2013, 06:12:54 PM
বিশ্বের সবচেয়ে প্রশংশিত প্রতিষ্ঠান অ্যাপল

বাণিজ্যবিষয়ক প্রভাবশালী সাময়িকী ফরচুন-এর তৈরি বিশ্বের সবচেয়ে প্রশংশিত ৫০ প্রতিষ্ঠানের তালিকাটির শীর্ষে রয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া বিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো অ্যাপলের দখলে থাকলো ফরচুন ম্যাগাজিনের তৈরি সবচেয়ে প্রশংশিত প্রতিষ্ঠানের তালিকার শীর্ষস্থানটি।

বিভিন্ন ধরনের ৩৮০০টি প্রতিষ্ঠানের পরিচালক এবং ব্যবস্থাপকদের ভোটে বিশ্বের সবচেয়ে প্রশংশিত প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে গুগল। ফরচুন জানিয়েছে, আইফোন ফাইভের ম্যাপিং অ্যাপ্লিকেশনের ব্যর্থতা এবং সাম্প্রতিক সময়ে মার্কিন শেয়ার বাজারে অ্যাপলের শেয়ারের দাম কমতে থাকলেও ২০১২ সালের চতুর্থ প্রান্তিকেও সবচেয়ে বেশি আয় করেছে অ্যাপলই। ওই সময়ে প্রতিষ্ঠানটির আয় ছিলো ১,৩০০ কোটি ডলার।
অ্যাপলের পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে গুগল ও অ্যামাজন। স্মার্টফোন আর ট্যাবলেট কম্পিউটারের বাজারে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাফল্যের কারণেই তালিকার দ্বিতীয় স্থানটি দখল করে নিতে পেরেছে সার্চ জায়ান্ট গুগল। স্মার্টফোন আর ট্যাবলেটরে জন্য তৈরি মোট অ্যাপ্লিকেশনের দৌড়েও অ্যাপলের অ্যাপ স্টোরের চেয়ে এগিয়ে আছে গুগলের অ্যাপ স্টোর গুগল প্লে।
ফরচুন ম্যাগাজিনের তৈরি ওই তালিকায় নতুন প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে সবচেয়ে প্রশংশিত প্রতিষ্ঠান হিসেবেও শীর্ষস্থানে রয়েছে অ্যাপল। তালিকার প্রথম দশের সবগুলো প্রতিষ্ঠানই মার্কিন যুক্তরাষ্ট্রের। এর মধ্যে রয়েছে কোকা-কোলা, স্টারবাকস এবং ওয়াল্ট ডিজনি।

Source: Internet
Abu Kalam Shamsuddin
MTCA
DIU