Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Shamsuddin on March 05, 2013, 02:26:40 PM

Title: International poultry exhibition in Dhaka
Post by: Shamsuddin on March 05, 2013, 02:26:40 PM
ঢাকায় বসছে আন্তর্জাতিক পোল্ট্রি মেলা

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পোল্ট্রি শো শুরু হবে আগামী বৃহস্পতিবার।

দেশের সবচেয়ে বড় এই পোল্ট্রি শো আযোজন করছে ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশনের (ওয়াপসা) বাংলাদেশ শাখা ।

ওয়াপসা বাংলাদেশ শাখার সভাপতি মশিউর রহমান সাংবাদিক সম্মেলনে বলেন, “বিশ্বের ৩৩টি দেশের প্রতিনিধি এবারের পোল্ট্রি শো ও সেমিনারে অংশ নেবেন।

এবারের মেলায় ৩৩টি বিদেশি এবং ২৫৫টি দেশীয় প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শনী করবেন বলে জানান তিনি।

বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক পোল্ট্রি শো ১৯৯৯ সালে অনুষ্ঠিত হয়। এর পর পদুইবছর পর পর এটি আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ লাইভস্টক রিচার্স ইনিস্টিটিউটের মহাপরিচালক খান সহিদুল হক বলেন, বাংলাদেশে মুরগির মাংস খাওয়ার পরিমান গত ২ দশকে দুইশ’ গুন বেড়েছে।

অনুষ্ঠানে ওয়াপসার সহ-সভাপতি সাইদুর রহমান খান ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Source: Internet
Abu Kalm Shamsuddin
MTCA
DIU