Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Shamsuddin on March 05, 2013, 11:03:52 PM

Title: বিং ম্যাপসে যুক্ত হলো সমুদ্রের প্রাকৃতিক 
Post by: Shamsuddin on March 05, 2013, 11:03:52 PM
বিং ম্যাপসে যুক্ত হলো সমুদ্রের প্রাকৃতিক দৃশ্য

আপনি কি চেয়ারে বসেই সমুদ্রের কিছু মনোরম দৃশ্য দেখতে চান? প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, গুগল ম্যাপের প্রতিদ্বন্দ্বী বিং তার মানচিত্রের ভা-ার আপডেট করেছে কৃত্রিম উপগ্রহ থেকে তোলা এক কোটি ৩০ লাখ বর্গকিলোমিটার আয়তনের সমুদ্রের ছবির সাহায্যে।


নতুন ম্যাপের অন্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, সমুদ্রের তলানি, পৃথিবীর প্রাকৃতিক বৈশিষ্ট্য, আকার এবং প্রত্যন্ত এলাকার মেঘের দৃশ্যপট। আর নতুন আপডেটের ফলে ক্ষুদ্রাকার দ্বীপগুলো এখন আরো স্পষ্ট দেখা যাবে।
উপগ্রহের এই দৃশ্যগুলো ব্যবহারকারী ১৩ গুণ জুম করে দেখে নিতে পারবেন।

সমুদ্রের গভীরের মনোরম দৃশ্যাবলী ফুটিয়ে তোলা হয়েছে হালকা এবং গাঢ় নীল রঙের সংমিশ্রণে। প্রতিষ্ঠানটি তাদের ব্লগে বলেছে, সমুদ্রের সৌন্দর্য আরো অর্থপূর্ণ করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে।
Source: Internet
Abu Kalam Shamsuddin
MTCA
DIU
Title: Re: বিং ম্যাপসে যুক্ত হলো সমুদ্রের প্রাকৃতিক
Post by: fernaz on March 06, 2013, 10:44:15 AM
Wow!!! Interesting...