Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Shamsuddin on March 08, 2013, 12:46:51 PM

Title: এ বছরেই আসছে অ্যাপলের ‘আই ওয়াচ’
Post by: Shamsuddin on March 08, 2013, 12:46:51 PM
এ বছরেই আসছে অ্যাপলের ‘আই ওয়াচ’

আপনি কি অ্যাপলের সম্ভাব্য পণ্য ‘আই ওয়াচ’ এই বছরের মধ্যেই হাতে পাচ্ছেন? এর উত্তরে ব্লুমবার্গ নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাঁ, সে সম্ভাবনা সত্যি হতে যাচ্ছে।

দুই প্রভাবশালী মার্কিন দৈনিক পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালে এই বছরের প্রথমেই বলা হয়েছিলো, অ্যাপল হাতঘড়ির মতো একটি নতুন পণ্য নিয়ে কাজ করছে। আর ব্লুমবার্গের তথ্য মতে, অ্যাপলের ১০০ জন সদস্যের একটি দল পণ্যটির নমুনা নিয়ে কাজ করছে। এই হাতঘড়িটির মাধ্যমে সম্ভবত আই ফোন এবং আই প্যাড-এর কিছু কিছু কাজ করা যাবে।
প্রযুক্তিবিষয়ক সাইট দি ভার্জ নিশ্চিত করেছে, অ্যাপলের ডিজাইন গুরু এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনি আইভ এই ‘ঘড়ির’ জন্য ১০০ জনের একটি দল নিয়ে কাজ করছেন।

দি ভার্জ আরো জানিয়েছে, অ্যাপলের লোকজন এই ঘড়িটির ব্যাটারির উন্নয়নের জন্য যথেষ্ট মনোযোগ দিচ্ছেন। অ্যাপলের ইঞ্জিনিয়াররা এমন একটি ব্যাটারি বানাতে চাইছেন, যাতে ঘড়িটিকে চার-পাঁচ দিন চার্জ ছাড়াই ব্যবহার করা যায়।

বরাবরের মতো অ্যাপল সম্ভাব্য এই পণ্যটি নিয়ে চুপ করে আছে। অবশ্য সিইও টিম কুক বার্ষিক শেয়ারহোল্ডার সভায় বলেছেন, ‘আমরা নতুন কোনো পণ্য সম্পর্কে মুখে না বললেও অবশ্যই আমরা নতুন প্রযুক্তি খুঁজব’।

Source: Internet
Abu Kalam Shamsuddin
Lecturer
Department of Multimedia Technology and Creative Arts
Daffodil International University
Dhaka
Title: Re: এ বছরেই আসছে অ্যাপলের ‘আই ওয়াচ’
Post by: fernaz on March 08, 2013, 01:20:49 PM
What will be the cost?