Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: fernaz on March 08, 2013, 01:18:19 PM

Title: দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৩ কোটি ছাড়িয়েõ
Post by: fernaz on March 08, 2013, 01:18:19 PM
দেশে সেলফোনের গ্রাহকসংখ্যার পাশাপাশি ইন্টারনেট ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) গ্রাহকের সংখ্যা নিয়মিতভাবে প্রকাশের কথা থাকলেও তা করছে না নিয়ন্ত্রক সংস্থা। প্রায় ছয় মাস পর ইন্টারনেট গ্রাহকসংখ্যা প্রকাশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি)। প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি শেষে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৩ কোটি ৪ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। এর আগে গত বছরের জুলাইয়ে সর্বশেষ গ্রাহকসংখ্যার তালিকা প্রকাশ করে বিটিআরসি।
এ প্রসঙ্গে বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বণিক বার্তাকে বলেন, দেশের টেলিযোগাযোগ সংশ্লিষ্ট সেবার গ্রাহকসংখ্যা নিয়মিতভাবে প্রকাশে নীতিগত সিদ্ধান্ত রয়েছে। অপারেটরদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। তবে অপারেটররা নিয়মিতভাবে তথ্য সরবরাহ না করায় তালিকা হালনাগাদ করা সম্ভব হয় না।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত তালিকায় দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৪০ হাজার ৮০৪ বলে উল্লেখ করা হয়। ওই সময় জানানো হয়, দেশে সেলফোন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ৯৬ লাখ ৯ হাজার ৪৯৭, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও পিএসটিএন অপারেটরদের ইন্টারনেট সংযোগসংখ্যা ১২ লাখ ৮ হাজার এবং ওয়াইম্যাক্স প্রযুক্তির ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ৩০৭।

পরে জুলাইয়ে এ সংখ্যা সংশোধন করে বিটিআরসি। সে সময় প্রকাশিত তালিকায় সেলফোন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ৯৬ লাখ ৯ হাজার ৪৯৭, আইএসপি ও পিএসটিএন অপারেটরদের ইন্টারনেট সংযোগসংখ্যা ১২ লাখ ৮ হাজার এবং ওয়াইম্যাক্স প্রযুক্তির ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ৩০৭ দেখানো হয়। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এটি সক্রিয় গ্রাহকের সংখ্যা। তিন মাস ধরে সংযোগ চালু রয়েছে এমন গ্রাহককে এ হিসাবের অন্তর্ভুক্ত করা হয়।

বিটিআরসি সূত্রে জানা গেছে, জানুয়ারি শেষে সেলফোন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৭ লাখ ৯৯ হাজার ৪২০।
অর্থাৎ গত ছয় মাসে সেলফোন অপারেটরদের ইন্টারনেট সংযোগ সংখ্যা বেড়েছে ১০ লাখ ১৩ হাজারের বেশি। এদিকে আইএসপি ও পিএসটিএন অপারেটরদের দেয়া ইন্টারনেট সংযোগ সংখ্যা ছয় মাসে মাত্র ১ হাজার ২০০টি বেড়েছে। ফলে এসব প্রতিষ্ঠানের সেবা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ১৩ হাজার। আর ওয়াইম্যাক্স অপারেটরদের গ্রাহকসংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে। গত ছয় মাসে ওয়াইম্যাক্সের গ্রাহক বেড়েছে ৪৯ হাজার ৮০৫।
[Source-Internet]
Title: Re: দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৩ কোটি ছাড়িয&
Post by: Shamsuddin on March 09, 2013, 09:12:21 AM
This is very good, we expect  all the people of our country use internet near future.