Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Shamsuddin on March 08, 2013, 06:00:27 PM

Title: সাতটি সেবা বন্ধ করে দিচ্ছে ইয়াহু
Post by: Shamsuddin on March 08, 2013, 06:00:27 PM
সাতটি সেবা বন্ধ করে দিচ্ছে ইয়াহু

বিভিন্ন অনলাইন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইয়াহু তাদের সাতটি সেবা বন্ধ করে দেয়ার কথা জানিয়েছে। রয়টার্স জানিয়েছে, এর মধ্যে ব্ল্যাকবেরি স্মার্টফোনের জন্য তৈরি অ্যাপসও রয়েছে।

শুক্রবার ইয়াহু আনুষ্ঠানিকভাবে এক ব্লগ পোস্টে বিভিন্ন সেবা বন্ধ করার এ তথ্য জানায়। আগেই ইয়াহুর নতুন প্রধান নির্বাহী মারিসা মায়ার গুগল থেকে দায়িত্ব নেয়ার পর ইয়াহুর কম লাভজনক সেবাগুলো বন্ধ করে দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন। মায়ার বলেন, ইয়াহুর অনেকগুলো অ্যাপস থাকলেও জনপ্রিয় অ্যাপসের সংখ্যা ১২ থেকে ১৫টি। এপ্রিলের এক তারিখের পর ব্ল্যাকবেরির জন্য ইয়াহুর অ্যাপসগুলো ডাউনলোড করা যাবে না বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও অন্যান্য সেবাগুলোর মধ্যে বন্ধের তালিকায় রয়েছে ইয়াহু অ্যাপ সার্চ, ইয়াহু স্পোর্স্ট আইকিউ, ইয়াহু ক্লুস, ইয়াহু মেসেজ বোর্ড এবং ইয়াহু আপডেটস এপিআই।


Source: Internet
Abu Kalam Shamsuddin
Lecturer
MTCA
DIU