Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Shamsuddin on March 09, 2013, 08:57:57 AM

Title: সার্জনদের দক্ষতা বাড়ায় ভিডিও গেইমস!
Post by: Shamsuddin on March 09, 2013, 08:57:57 AM
সার্জনদের দক্ষতা বাড়ায় ভিডিও গেইমস!

অপারেশন থিয়েটারে ঢোকার আগে সার্জন ভিডিও গেইম খেলছেন, এমন কথা শুনলে অনেক রোগীরই হৃৎযন্ত্র বন্ধের উপক্রম হতে পারে। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য। টেকনিউজডেইলি জানিয়েছে, নিয়মিত নিনটেনডো উয়ি গেইমিং কনসোলে গেইম খেলেন, এমন সার্জনরা বরং অপারেশন থিয়েটারে অধিক দক্ষতার সঙ্গে কাজ করেন।

শিক্ষানবিস সার্জনদের দক্ষতা বাড়ানোর উপায়গুলো কি হতে পারে, তা নিয়ে গবেষণা করছেন ইউনিভার্সিটি অফ রোম মেডিক্যাল স্কুলের শিক্ষক ড. গ্রেগোরিও পাতরিজি এবং তার সহকর্মীরা। গবেষণায় তারা আবিষ্কার করেন, নিয়মিত নিনটেনডো উয়ি কনসোলে গেইম খেলছেন, এমন শিক্ষানবিস সার্জনদের হাত ও চোখ ব্যবহারের সমন্বয়টি অন্যদের তুলনায় ভালো হচ্ছে।

শিক্ষানবিস সার্জনদের ল্যাপরোস্কোপি কৌশল শেখানোর জন্য চার সপ্তাহের প্রশিক্ষণ চলাকালে তাদের ওপর গবেষণাটি চালান বিজ্ঞানীরা। শিক্ষার্থীদের দু’টি দলে ভাগ করে দেন বিজ্ঞানীরা। এর একটি দল প্রশিক্ষণের জন্য নিয়মিত ব্যবহার করে নিনটেনডো উয়ি। প্রশিক্ষণ শেষে দেখা যায়, নিনটেনডো উয়ি গেইমারদের দলটি এগিয়ে গেছে অন্যদের তুলনায়।

প্রশিক্ষণ চলাকালে গেইমার সার্জনরা নিয়মিত টেনিস, টেবিল টেনিস এবং একটি বিমান যুদ্ধ গেইম খেলেন। বিজ্ঞানীরা তাদের গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেন বিজ্ঞান সাময়িকী প্লাস ওয়ান-এ। এই গবেষণা থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে ডেভেপাররা সার্জনদের দক্ষতা বাড়াতে সহযোগিতা করবে, এমন অ্যাপ তৈরিতে উৎসাহী হবেন বলেই আশা করছেন বিজ্ঞানীরা।

Source: Internet
Abu Kalam Shamsuddin
Lecturer
Department of Multimedia Technology and Creative Arts
Daffodil International University
Dhaka
Title: Re: সার্জনদের দক্ষতা বাড়ায় ভিডিও গেইমস!
Post by: murshida on March 24, 2013, 11:03:27 AM
In our country, need so many good doctors.They need to improve their skillness to be a good doctor.
Title: Re: সার্জনদের দক্ষতা বাড়ায় ভিডিও গেইমস!
Post by: Sharmin Jahan on April 10, 2013, 09:52:36 AM
true