Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Shamsuddin on March 10, 2013, 09:15:44 AM

Title: চালু হলো ওয়েবভিত্তিক রোবট ‘ব্রেইন’
Post by: Shamsuddin on March 10, 2013, 09:15:44 AM
চালু হলো ওয়েবভিত্তিক রোবট ‘ব্রেইন’

বাস্তব জগতের কর্মক্ষেত্রে বিভ্রান্তিতে পড়লে এখন অনলাইনে সাহায্য চাইতে পারবে যান্ত্রিক রোবট। বিবিসি জানিয়েছে, ইউরোপিয়ান বিজ্ঞানীরা রোবটদের সাহায্য করতে চালু করেছেন বিশ্বের প্রথম ওয়েবভিত্তিক ডেটাবেস ‘র‌্যাপইউটা’।

রোবটগুলোর জন্য অনেকটা ‘মস্তিষ্ক’ হিসেবে কাজ করবে রাপইউটা। অপরিচিত বস্তুগুলো সঙ্গে রোবটের পরিচয় করিয়ে দেবে ডেটাবেইসটি। এছাড়াও রোবটগুলোর হয়ে জটিল সব হিসেবের কাজও করবে রাপইউটা। গবেষকরা আশা করছেন, ডেটাবেইসটির বদৌলতে রোবটগুলোর জন্য আলাদা আলাদা প্রসেসিং ইউনিটের প্রয়োজন হ্রাস পাবে, কমে আসবে রোবটগুলোরও দাম।

২০১১ সালে চালু হওয়া রোবো আর্থ প্রোজেক্টের অংশ হিসেবে ডেটাবেইসটি চালু করেছেন বিজ্ঞানীরা। রোবো আর্থ প্রোগ্রামের ব্যবস্থাপক ড. হেইকো সানডে বলেন, ‘অনবোর্ড কম্পিউটার একটি রোবটের চলাফেরার ক্ষমতা কমিয়ে দেয়, বাড়িয়ে দেয় খরচ। ওয়ারলেস ডেটা ট্রান্সফারের গতি দিনকে দিন যেভাবে বাড়ছে, তাতে রোবটের জন্য প্রয়োজনীয় সব তথ্যই ওয়েব থেকে সংগ্রহ করা সম্ভব।’

রাপইউটা অপরিচিত পরিস্থিতে রোবটের সব প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রয়োজনে জটিল সব সমীকরণের সমাধানও করতে পারবে এটি। বিজ্ঞানীরা আশা করছেন, ওয়েবভিত্তিক এই ‘ব্রেইন’ ব্যবহার মানুষের পাশাপাশি যান্ত্রিক রোবটের সহাবস্থান সহজ করে দিতে পারবে।

Source: Internet
Abu Kalam Shamsuddin
Lecturer
Department of Multimedia Technology and Creative Arts
Daffodil International University
Dhaka