Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Shamsuddin on March 13, 2013, 08:32:04 AM

Title: সাইকেল দেখে নিজেই গতি কমাবে ভলভো গাড়ি!
Post by: Shamsuddin on March 13, 2013, 08:32:04 AM
সাইকেল দেখে নিজেই গতি কমাবে ভলভো গাড়ি!

সড়ক পথে দুর্ঘটনা কমাতে সুইডিস গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো মোটরযানের জন্য ব্রেক অ্যান্ড অ্যালার্ট প্রযুক্তি নিয়ে এসেছে। গাড়ির সামনে হঠাৎ কোন সাইকেল আরোহী কিংবা পথচারী এসে পড়লে গাড়ি তা শনাক্ত করে গতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনে সম্পূর্ণ থেমে যেতে পারবে। বিবিসি জানিয়েছে, এ প্রযুক্তি ব্যবহারে সড়ক পথে দুর্ঘটনার হার কমে আসবে।

ভলভো জানিয়েছেন, যানবাহনে এ ব্যবস্থা যুক্ত করা হলে সহজেই সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলা যাবে। এতে গাড়ির সামনে হঠাৎ কোন সাইকেল আরোহী কিংবা পথচারী এসে পড়লে বাম্পারে সংযুক্ত সেন্সরের মাধ্যমে গাড়ি তা শনাক্ত করতে পারবে। ফলে অ্যালার্ম বেজে উঠবে এবং প্রয়োজনে গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে থেমে যাবে। ভবিষ্যতে অন্যান্য প্রাণী শনাক্ত করতেও এ প্রযুক্তির উন্নয়ন করা হবে বলে নির্মাতারা জানিয়েছেন।

ভলভো সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত মোটর শোতে এ প্রযুক্তি নিয়ে আসে। এর আগে ২০১০ সালে ভলভো পথচারি নির্দেশক প্রযুক্তি বাজারে নিয়ে আসে।

যুক্তরাজ্যের সড়ক বিভাগের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, অক্টোবর ২০১১ থেকে সেপ্টেম্বর ২০১২ পর্যন্ত  সড়ক দুর্ঘটনায় ৬০৪০ জন পথচারি এবং ৩২৭০ জন সাইকেল আরোহী নিহত হয়। প্রতি বছর এ দুর্ঘটনার হার চার থেকে আট ভাগ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

১৮৫০ পাউন্ড মূল্যে নতুন প্রযুক্তিটি পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্মাতারা।

Source: Internet
Abu Kalam Shamsuddin
Lecturer
Department of Multimedia Technology and Creative Arts
Daffodil International University
Dhaka