Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: fernaz on March 13, 2013, 10:01:11 AM

Title: Windows7 can be used in Bangla
Post by: fernaz on March 13, 2013, 10:01:11 AM
আমরা বাংলাদেশে সচরাচর উইন্ডোজের ইংরেজি ভার্সন ব্যবহার করে থাকি। তবে অন্যান্য দেশগুলোতে মাতৃভাষায় উইন্ডোজ ব্যবহারের প্রবণতা বেশী দেখা যায়।
আমরা যারা মাতৃভাষা বাংলাতে উইন্ডোজ ৭ ব্যবহার করতে চাই তাঁদের জন্য মাইক্রোসফটের দারুন একটি প্লাগ-ইন এর ব্যবস্থা রয়েছে।

যারা বাংলাতে অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চান তাঁরা এখানে ক্লিক করে অপারেটিং সিস্টেমের ধরন অনুযায়ী (৩২বিট/৬৪বিট) ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস প্যাক ফাইলটি ডাউনলোড করুন।

এরপর ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস প্যাকটি ইন্সটল করে বাংলায় উইন্ডোজ ৭ ব্যবহার করতে পারেন।
Source-Internet