Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: nmoon on March 14, 2013, 04:48:31 PM

Title: যান্ত্রিক গোলযোগের শিকার কিউরিওসিটি
Post by: nmoon on March 14, 2013, 04:48:31 PM

ঘরের ডেস্কটপ পিসির মতোই করা ‘করাপ্টেড ফাইল’-এর কারণে ফেঁসে গেছে মার্স রোভার কিউরিওসিটির কম্পিউটার সিস্টেম। বিবিসি জানিয়েছে, জটিলতার কারণে এখন ‘সেফ মোড’-এ রয়েছে কিউরিওসিটি, চলছে ব্যাকআপ কম্পিউটারের ওপর নির্ভর করে।


ব্যাকআপ কম্পিউটারের ওপর নির্ভর করে চললেও বন্ধ রয়েছে কিওরিওসিটির গবেষণার কাজ। মার্স রোভারের পুরো নিয়ন্ত্রণ ফিরে পেতে চেষ্টা চলছে ব্যাকআপ কম্পিউটারটি দিয়েই। স্পেসডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে কিউরিওসিটির প্রজেক্ট ম্যানেজার রিচার্ড কুক বলেন, ‘সবকিছু আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে আমাদের বেশ কয়েকটা দিন, হয়তো একটা সপ্তাহের মতো সময় লাগবে, আমরা কম্পিউটার বদলে ধীরে ধীরে রুটিন কাজগুলোতে ফিরে যাচ্ছি।'

নাসার বিজ্ঞানীরা ধারণা করছেন, মহাকাশের তেজস্ক্রিয় রশ্মিগুলোর কারণেই ক্ষতিগ্রস্থ হয়েছে কিউরিওসিটির কম্পিউটার সিস্টেম।
Title: Re: If your post in bangla please increase you font Size
Post by: Sultan Mahmud Sujon on March 14, 2013, 09:21:45 PM
Question Me, How is possible? Solution below Click Important tutorial For DIU Forum Member & you will get