Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Shamsuddin on March 15, 2013, 12:24:20 AM

Title: মঙ্গলে মিললো কাঁদামাটি
Post by: Shamsuddin on March 15, 2013, 12:24:20 AM
মঙ্গলে মিললো কাঁদামাটি

মঙ্গলে প্রাচীন প্রাণের খোঁজে আরেকধাপ এগিয়ে গেছে নাসা। সম্প্রতি মঙ্গলের পাথরে ড্রিল করে মার্স রোভার কিওরিওসিটি খোঁজ পেয়েছে খনিজ কাঁদামাটির। মঙ্গলের বুকে অতীতে পানির উপস্থিতি ছিলো, এমনটাই ইঙ্গিত করে এ আবিষ্কার। মঙ্গল গবেষণায় নাসার এই নতুন আবিষ্কারের খবর জানিয়েছে বিবিসি।

মার্স রোভার কিওরিওসিটি অবতরণ করেছিলো মঙ্গলের গেইল গিরিখাদে। গিরিখাদটিতে প্রাচীন জলাশয়ের অস্তিত্ব থাকতে পারে বলে আশা করছিলেন নাসার বিজ্ঞানীরা। সম্প্রতি গেইল গিরিখাদ থেকে সংগ্রহ করা একটি পাথর ড্রিল করে পাওয়া নমুনা বিশ্লষণ করে তাতে খনিজ কাঁদামাটির উপস্থিতি পেয়েছে কিওরিওসিটির অনবোর্ড কম্পিউটার।
গেইল গিরিখাদের প্রাচীনকালে জলের উপস্থিতি ছিলো বলে বিজ্ঞানীরা যে ধারণা করছিলেন, তা সত্যি বলেই ইঙ্গিত দিচ্ছে এই আবিষ্কার। কাঁদামাটির ওই নমুনায় লবনাক্ততার অনুপস্থিতির কারণে, গেইল গিরিখাদে মিঠা পানির উৎস ছিলো বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

এ ব্যাপারে কিওরিওসিটির প্রজেক্ট গবেষক জন গ্রোটজিংগার বলেন, ‘মঙ্গলের বুকে বাসযোগ্য পরিবেশের খোঁজ পেয়েছি আমরা। সম্ভবত এখানে পরিষ্কার জলের উৎসও ছিলো।’

Source: Internet
Abu Kalam Shamsuddin
Lecturer
MTCA
DIU