Daffodil International University

IT Help Desk => Telecom Forum => Topic started by: Badshah Mamun on April 12, 2013, 12:17:10 PM

Title: The Discussed Eight smartphones of this time
Post by: Badshah Mamun on April 12, 2013, 12:17:10 PM
এ সময়ের আলোচিত আট স্মার্টফোন

রযুক্তি-বিশ্লেষকেরা চলতি বছরকে স্মার্টফোনের বছর হিসেবে উল্লেখ করেছেন। সাম্প্রতিক সময়ে বাজারে আলোচনায় রয়েছে অ্যাপল, স্যামসাং, সনি, এলজি, এইচটিসি, নকিয়া, জেডটিই ও ব্ল্যাকবেরির তৈরি আটটি স্মার্টফোন। স্মার্টফোনের অভিজ্ঞতা দিতে অসাধারণ ফিচার আর দ্রুতগতির শক্তিশালী ফোন হিসেবে বাজারে আলোচিত আট স্মার্টফোনের তালিকা তৈরি করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।

আইফোন ৫
দুই বছর ধরে চলে আসা বিভিন্ন গুজব আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০১২ সালের ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ইয়ারবা বুয়েনা সেন্টার ফর দ্য আর্টসে আয়োজিত এক অনুষ্ঠানে হালকা-পাতলা গড়নের ও ফোরজি প্রযুক্তির ‘আইফোন ৫’-এর ঘোষণা দিয়েছিল অ্যাপল। সারা বিশ্ব তাকিয়ে ছিল অ্যাপলের এ স্মার্টফোনটির দিকে। বাজারে আসার পর এ স্মার্টফোনটি সাড়া ফেলে। কাচ ও অ্যালুমিনিয়ামের কাঠামোয় তৈরি আইফোন ৫-এর রেটিনা ডিসপ্লের মাপ চার ইঞ্চি। ১১২ গ্রাম ওজন আর ৭ দশমিক ৬৬ মিলিমিটার পুরুত্বের আইফোন ৫-এ ব্যবহূত হয়েছে ডুয়াল কোরের প্রসেসর।

গ্যালাক্সি এস ৪
১৪ মার্চ নিউইয়র্কের একটি অনুষ্ঠানে জনপ্রিয় গ্যালাক্সি সিরিজে নতুন স্মার্টফোন ‘এস ৪’ বাজারে আনার ঘোষণা দিয়েছিল স্যামসাং। স্মার্টফোনটিতে আইট্র্যাকিং এবং জেশ্চার কন্ট্রোল বা অঙ্গভঙ্গি শনাক্ত করার প্রযুক্তি রয়েছে। অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর ‘গ্যালাক্সি এস ৪’ হচ্ছে বাজারের জনপ্রিয় ‘গ্যালাক্সি এস ৩’ স্মার্টফোনটির পরবর্তী সংস্করণ। ৪ দশমিক ৯৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে দুই গিগাবাইট র্যাম, ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং হাই ডেফিনেশন বা এইচডি মানের ভিডিওর সুবিধা রয়েছে। স্মার্টফোনটিতে আই স্ক্রল ও ফ্লোটিং টাচ সুবিধা রয়েছে। ফলে চোখের ইশারা ও অঙ্গভঙ্গি শনাক্ত করতে পারে।

এলজি অপটিমাস জি প্রো
ট্যাবলেট ও স্মার্টফোন চালানোর অভিজ্ঞতা একসঙ্গে দিতে পারে এলজির অপটিমাস জি প্রো স্মার্টফোনটি। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেতে ১০৮০ পিক্সেলে সমর্থন করে। ১ দশমিক ৭ গিগাহার্জ কোয়াড কোর গতির প্রসেসর, দুই গিগাবাইট র্যাম রয়েছে স্মার্টফোনটিতে। এ স্মার্টফোনটিতে চোখের ইশারায় ভিডিও নিয়ন্ত্রণ করার প্রযুক্তি রয়েছে।

সনি এক্সপেরিয়া জেড
বাজারের আলোচিত আরেকটি স্মার্টফোন হচ্ছে সনির এক্সপেরিয়া জেড। অ্যান্ড্রয়েড জেলিবিননির্ভর স্মার্টফোনটিতে রয়েছে ১ দশমিক ৫ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর। পানিরোধী সুরক্ষাযুক্ত এ স্মার্টফোনটি ময়লা হলে পানি দিয়ে ধুয়েও ফেলা যায়। স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এ ছাড়া সনি ব্রাভিয়া টেলিভিশনের প্রযুক্তি এ স্মার্টফোনের ভিডিও দেখার সুবিধা হিসেবে যুক্ত রয়েছে। শূন্য দশমিক তিন ইঞ্চি পুরুত্বের এ স্মার্টফোনটি ফোরজি সমর্থন করে।

এইচটিসি ওয়ান
তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা এইচটিসির তৈরি আলোচিত স্মার্টফোন হচ্ছে ‘এইচটিসি ওয়ান’। ফেসবুকের সম্প্রতি প্রকাশিত ‘হোম’ সফটওয়্যারটি প্রথমত এইচটিসি ওয়ান স্মার্টফোনটিতেই যুক্ত হচ্ছে। ১ দশমিক ৭ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসরের ও এক গিগাবাইট র্যামের স্মার্টফোনটি অ্যান্ড্রয়েডনির্ভর। এইচটিসির এ স্মার্টফোনটিকে বলছে ‘আলট্রা-পিক্সেল’ ক্যামেরাযুক্ত স্মার্টফোন। মেগাপিক্সেল সেন্সরের কয়েকটি স্তর মিলে তৈরি হয় আলট্রা-পিক্সেল। ৪ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে ১০৮০ পিক্সেল ফরম্যাট অর্থাত্ হাই ডেফিনেশন মানের ভিডিও দেখা যায়।

নকিয়া লুমিয়া ৯২০
নকিয়া কর্তৃপক্ষের ভাষ্যে, ‘লুমিয়া ৯২০ বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী বৈশিষ্ট্যের ফোন’। লুমিয়া ৯২০ স্মার্টফোনটিতে রয়েছে সাড়ে চার ইঞ্চি মাপের বাঁকানো এইচডি প্রযুক্তির ডিসপ্লে, ডুয়াল কোরের ১ দশমিক ৫ গিগাহার্টজের প্রসেসর, এক গিগাবাইট র্যাম, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি, আট মেগাপিক্সেল পিউরভিউ ক্যামেরা-সুবিধা। শক্ত প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি লুমিয়া ৯২০ স্মার্টফোনটিতে তারবিহীন চার্জিং পদ্ধতি যুক্ত হয়েছে।

জেডটিই গ্র্যান্ড এস
জেডটিইর তৈরি গ্র্যান্ড এস স্মার্টফোনটিকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে পাতলা ‘চীনা’ স্মার্টফোন! পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ‘গ্র্যান্ড এস’ নামের স্মার্টফোনটি ৬ দশমিক ৯ মিলিমিটার পুরু, ৬৯ মিলিমিটার প্রশস্ত, ১৪২ মিলিমিটার লম্বা। জেডটিইর তৈরি গ্র্যান্ড এস স্মার্টফোনটিতে হাই ডেফিনেশনে ভিডিও দেখা যায়। ৮ জানুয়ারি লাসভেগাসে অনুষ্ঠিত হওয়া বিশ্বের বৃহত্তম প্রযুক্তিপণ্যের মেলা সিইএস উপলক্ষে বিশ্বের সবচেয়ে পাতলা এ স্মার্টফোনটি উন্মুক্ত করেছিল জেডটিই। গ্র্যান্ড এস স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকমের তৈরি স্ন্যাপড্রাগন এস ৪ প্রসেসর, ১ দশমিক ৭ গিগাহার্টজ সিপিইউ, দুই গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট তথ্য সংরক্ষণের সুবিধা। স্মার্টফোনটির সামনে দুই মেগাপিক্সেল ও পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

ব্ল্যাকবেরি জেড ১০
বাজারের আলোচিত আরেকটি স্মার্টফোন হচ্ছে ব্ল্যাকবেরির জেড ১০। চলতি বছরের জানুয়ারিতে ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর ৪ দশমিক ২ ইঞ্চি মাপের টাচস্ক্রিন প্রযুক্তির নতুন স্মার্টফোনটি বাজারে আনে ব্ল্যাকবেরি। ইতিমধ্যে ১০ লাখ ইউনিট জেড ১০ মডেলের নতুন স্মার্টফোন বিক্রি করেছে মুঠোফোন নির্মাতা কানাডার প্রতিষ্ঠানটি। নতুন অপারেটিং সিস্টেমনির্ভর ব্ল্যাকবেরির স্মার্টফোনগুলো দ্রুতগতির এবং অসংখ্য অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা রয়েছে।


Source: http://prothom-alo.com/detail/date/2013-04-12/news/344402