Daffodil International University
IT Help Desk => IT Forum => Topic started by: Mohammed Abu Faysal on April 18, 2013, 11:27:57 AM
-
অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড আইপ্যাডের নতুন সংস্করণ বাজারে নিয়ে আসছে। আগামী ১৮ জুন অ্যাপল পঞ্চম প্রজন্মের আইপ্যাড বাজারে আনার ঘোষণা দিতে পারে বলে জানা গেছে।
‘আইপ্যাড ৫ আর’ নামের নতুন এ ট্যাবলেট কম্পিউটার বাজারে আসার বিষয়ে নানা ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে ঠিক কী রকম হবে নতুন আইপ্যাড, এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বাজারে বর্তমানে যে ধরনের আইপ্যাড মিনি আছে তার মতোই হতে পারে নতুন আইপ্যাড। তবে আরও হালকা-পাতলা ও চকচকে হবে আইপ্যাডের পঞ্চম সংস্করণটি, এমনই মনে করা হচ্ছে। অন্যান্যবারের মতো এবারও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি অ্যাপল কর্তৃপক্ষ।
১৮ জুন নতুন আইপ্যাডের ঘোষণা আসার পরেই আশা করা হচ্ছে, ২৭ জুন থেকে বাজারে নতুন আইপ্যাড পাবেন অ্যাপলপ্রেমীরা। এ ছাড়া অ্যাপল ডেভেলপারদের সম্মেলন ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সের তারিখও জানা গেছে। এ সম্মেলন ১০ জুন থেকে ১৪ জুন হতে পারে। সম্মেলনে অ্যাপলের নতুন যন্ত্রের পাশাপাশি অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএসের নতুন সংস্করণেরও ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আইপ্যাড ছাড়াও আইফোনের পরবর্তী সংস্করণের ব্যাপারেও কাজ শুরু করে অ্যাপল।
Ref:-http://www.prothom-alo.com/detail/date/2013-04-18/news/345606