Daffodil International University

IT Help Desk => Use of PC => Topic started by: BRE SALAM SONY on May 28, 2010, 04:37:00 AM

Title: How to convert Pdf file to WORD FILE
Post by: BRE SALAM SONY on May 28, 2010, 04:37:00 AM
“Free PDF to Word Converter” হচ্ছে একটি ফ্রী সফটওয়ার যা দিয়ে খুব সহজে PDF থেকে DOC ফরমেটে ফাইলে সেভ করা যায়। এর সবচেয়ে বড় ফিচার হচ্ছে এটি PDF ফাইলকে হুবহু DOC ফরমেটে সেভ করে এবং PDF ফাইলের image, table , shape সকল textকে ঠিক রাখে। এমনকি এটি ইন্সটল করার জন্য আপনার কম্পিউটারে MS word বা Adobe reader না থাকলেও হবে।

এই সফটওয়ারে অনেক অপশন আছে যার মাধ্যমে ইউজার সব পেজ কে বা তার পছন্দ মত পেজকে বা একটি পেজের নির্দিস্ট কোন অংশকে সেভ করতে পারে। আবার পেজের ছবি বা সেপকে বাদ ও দিতে পারে। তবে এটির মাধ্যমে সেভ করা DOC ফাইলের size মূল PDF ফাইল থেকে একটু বড় হয়।

(http://techtunes.com.bd/uploads/images/tune-images/free-pdf-to-word-doc-converter.jpg) (http://WWW.BRE-STUDENT.BLOGSPOT.COM)
free pdf to word doc converter সহজে Free PDF to Word Converter দিয়ে PDF file কে DOC file এ পরিবর্তন করুন |
Free PDF to Word Doc এর কী ফিচারসমুহ:

   1. সহজে PDF থেকে DOC ফরমেটে ফাইলে ওরিজিনাল ফরমেটে সেভ করা
   2. PDF এর text labels, graphics, shapes কে Extract করা
   3. সব পেজ বা পছন্দ মত পেজকে বা একটি পেজের নির্দিস্ট কোন অংশকে সেভ করা
   4. সব ভার্সনের PDF কে সাপোর্ট করে
   5. দ্রুত কনর্ভাট করে
   6. ব্যবহারে সহজ

এখান থেকে Download (http://adf.ly/2eOj) করুন।
Title: Re: How to convert Pdf file to WORD FILE
Post by: ashiqbest012 on July 30, 2010, 01:11:30 AM
dosto aitar ki serial number ashe. tomare kashe?