Daffodil International University
General Category => Common Forum => Topic started by: najim on April 25, 2013, 03:59:30 PM
-
ঢাকায় ভয়াবহ শব্দদূষণ
নিজস্ব প্রতিবেদক
নতুন বার্তা ডটকম
ঢাকা: পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) জানিয়েছে, শব্দদূষণের যে সহনীয় মাত্রা রয়েছে, পুরো ঢাকাতেই তার চেয়ে অন্তত দেড় থেকে দুই গুণ বেশি শব্দদূষণ হচ্ছে।
বুধবার রাজধানীর কলাবাগানে সংগঠনটির কার্যালয়ে ‘ঢাকা মহানগরের শব্দদূষণের বর্তমান চিত্র ও করণীয়’ শীর্ষক এক জরিপ প্রতিবেদনে শব্দদূষণের ওই তথ্য উঠে আসে।
মূল প্রতিবেদনটি পাঠ করেন পবার সম্পাদক মোহাম্মাদ আবদুস সোবহান।
এপ্রিল মাসে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে শব্দের মাত্রা নিরীক্ষা ও পর্যবেক্ষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। শব্দদূষণ বিধিমালা ২০০৬-এর আওতায় নীরব, আবাসিক, মিশ্র, বাণিজ্যিক ও শিল্প এই পাঁচ এলাকা চিহ্নিত করে শব্দের মানমাত্রা নির্ধারণ করা হয়েছে। নীরব এলাকার মধ্যে রয়েছে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত।
পবার জরিপে দেখা গেছে, যেখানে দিনের বেলা নীরব অঞ্চলে শব্দের সহনীয় মাত্রা ৫০ ডেসিবেল, সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে এই মাত্রা ১০৪। ঢাকা শিশু হাসপাতালের কাছে এর মাত্রা ৯৫ ডেসিবেল। আবাসিক এলাকায় দিনের বেলা মানমাত্রা ৫৫ ডেসিবেল হলেও আজিমপুর কোয়ার্টার এলাকায় শব্দের মাত্রা ৮৪।
বাণিজ্যিক এলাকার মধ্যে দিনের বেলা সহনীয় মাত্রা ৭০ ডেসিবল, কিন্তু রাজধানীর কাকলি ও হোটেল র্যাডিসন এলাকায় এর মাত্রা সর্বোচ্চ ১০৮।
পবার পক্ষ থেকে বলা হয়, শব্দ নিয়ন্ত্রণের সবচেয়ে বড় অন্তরায় সচেতনতা ও দায়িত্ববোধের অভাব। শব্দের মাত্রা নিয়ন্ত্রণ ও কার্যকর পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে সরকারি যেসব সংস্থা রয়েছে- যেমন, পরিবেশ অধিদফতর, ঢাকা সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে।
পবার প্রতিবেদনে বলা হয়, শব্দদূষণের সবচেয়ে বড় শিকার শিশুরা। মাত্রাতিরিক্ত শব্দদূষণ শিশুর বেড়ে ওঠার আগেই তার শ্রবণশক্তির সমস্যা সৃষ্টি করে।