Daffodil International University

IT Help Desk => Telecom Forum => Topic started by: Mohammed Abu Faysal on May 08, 2013, 03:05:32 PM

Title: Intel make chip for mobile.
Post by: Mohammed Abu Faysal on May 08, 2013, 03:05:32 PM

মোবাইল ডিভাইসের জন্য ইন্টেল চিপ তৈরির ঘোষণা দিয়েছে অনেক আগেই। স্মার্টফোন আর ট্যাবলেট পিসির রাজত্বে প্রবেশ করতেই এর আগে অ্যাটমনির্ভর কিছু প্রসেসরও তৈরি করেছে তারা। তবে ২০০৮ সাল থেকে তারা মোবাইলের জন্য চিপ তৈরির যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল, তা এবারে পূর্ণতা পেতে যাচ্ছে। নতুন ধরনের চিপ আর্কিটেকচার হিসেবে ইন্টেল সম্প্রতি উন্মোচন করেছে 'সিলভারমন্ট' সিস্টেম-অন-এ-চিপ (এসওসি) আর্কিটেকচার। এর আগের অ্যাটম সিরিজের প্রসেসরগুলোর তুলনায় ইন্টেলের নতুন এই চিপ আর্কিটেকচার অনেক বেশি কার্যক্ষম হবে বলেই জানিয়েছে ইন্টেল। ২২-ন্যানোমিটার আর্কিটেকচার ব্যবহার করে তৈরি করা এই চিপগুলো আগের চিপগুলোর চাইতে অনেক কম শক্তি খরচ করবে এবং এতে পারফর্ম্যন্স পাওয়া যাবে আগের চাইতে তিন গুণ। ইন্টেলের এই নতুন চিপ আর্কিটেকচার সম্পর্কে ইন্টেল আর্কিটেকচার গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার ডাডি পার্লমুটার বলেছেন, 'এই প্রোডাক্ট লাইনের মধ্যে বলা যায় এখন পর্যন্ত এটাই ইন্টেলের অন্যতম প্রধান একটি উদ্ভাবন।' নতুন এই চিপ আর্কিটেকচার সম্পর্কে ইন্টেল অবশ্য এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য জানায়নি। খুব শীঘ্রই অবশ্য এই চিপের বিস্তারিত তথ্য তারা জানাবে বলে জানিয়েছে। এদিকে ইন্টেলের এই নতুন চিপ আর্কিটেকচারের খবর প্রযুক্তি বিশ্বে সাড়া ফেলেছে। ইন্টেলের অনুপস্থিতির কারণে স্মার্টফোন এবং ট্যাবলেট পিসির চিপের বাজারের মূল অংশ দখল করে রেখেছে এআরএম, কোয়ালকম, এনভিডিয়া'র মতো প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী প্রসেসরের বাজারে ইন্টেলের যে একাধিপত্য, মোবাইল ডিভাইসেও ইন্টেল তেমন বাজার দখল করে নিতে পারে বলেই ধারণা বিশ্লেষকদের। 'সিলভারমন্ট' আর্কিটেকচার তাই এই বাজারকে বড় ধরনের একটি ঝাঁকুনি দিতে সক্ষম বলেই মন্তব্য তাদের।

(http://ittefaq.com.bd/admin/news_images/2013/05/08/thumbnails/image_38819.jpg)

Ref:- http://ittefaq.com.bd/index.php?ref=MjBfMDVfMDhfMTNfMV8zM18xXzM4ODE5