Daffodil International University

Health Tips => Food => Topic started by: Badshah Mamun on May 11, 2013, 10:01:25 AM

Title: The light warm milk is good for sleeping ?
Post by: Badshah Mamun on May 11, 2013, 10:01:25 AM
হালকা গরম দুধ ঘুমের জন্য ভালো কেন?

(http://paimages.prothom-alo.com/resize/maxDim/340x1000/img/uploads/media/2013/05/10/2013-05-10-15-22-02-518d109a2e340-untitled-6.jpg)

বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে, রাতে শোয়ার আগে হালকা গরম দুধ খেলে ভালো ঘুম হয়। তবে সত্যিই ঘুমের সুবিধা হয় কি না, তা এখনো পরীক্ষা-নিরীক্ষায় প্রতিষ্ঠিত হয়নি। দুধের ট্রিপটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থেকে সেরোটনিনের সূত্রপাত ঘটে। এটা মস্তিষ্কে যে সংকেত পাঠায়, তা স্নায়বিক উত্তেজনা প্রশমনে সাহায্য করে। হয়তো এ কারণে দুধ খেলে সহজে ঘুম আসে। কিন্তু ঘুম আনার জন্য যথেষ্ট পরিমাণ ট্রিপটোফ্যান গরুর দুধে আছে কি না, তা এখনো প্রমাণিত হয়নি। প্রায় আড়াই লিটার দুধ খেলে হয়তো ঘুমের জন্য পর্যাপ্ত ট্রিপটোফ্যান পাওয়া যাবে। রাতে শোয়ার আগে এত বেশি তরল পান করলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। বড়জোর এক কাপ দুধ খাওয়া চলে। এতে কিছু উপকার হয়। কিন্তু গরম দুধই হতে হবে কি না, তা নিয়ে বিতর্ক আছে। কারও কারও অভিজ্ঞতায় দেখা গেছে, ঠান্ডা দুধও ঘুমের জন্য উপকারী।

Source: http://www.prothom-alo.com/detail/news/351228
Title: Re: The light warm milk is good for sleeping ?
Post by: monirulenam on March 02, 2016, 02:03:06 PM
Good post, Thank you Badshah  Bhai