Daffodil International University
Entertainment & Discussions => Story, Article & Poetry => Topic started by: Mohammad Nazrul Islam on May 12, 2013, 01:08:56 PM
-
আমি???
আমি দল করি না,
করি দলা’দলি;
চমচিকার খোলসে থাকি,
ছাড়ি কথার ফুল-ঝুড়ি।।
আমি শাসন-ত্রাসন কষি,
কাপাই সারা-বিশ্ব;
চুট্টার লুড্ডা ধরনে আমার,
অব-গমনে লোকাই দৃশ্য।।
আমি শক্তি ধারন করি,
খেয়ে মানুষের রক্ত;
আবার নিজের প্রয়োজনে সাজি,
-সেই, মানুষের ভক্ত।।
আমি নল-বাজী করি,
খেলি ক্ষমতার খেলা;
ইংগিতে মোর রবির উদয়,
বিংগিতে ডুবে বেলা।।
আমি শিক্ষা-দীক্ষা ছাড়াই
সমাজের ছাতা;
পঞ্চ-পান্ডব সকলেই চুপ’রহে,
আমি খামাই মাথা।।
আমি মুর্দার কাফন ধরি,
কাদিঁ মরনের ডরে;
র্নিঝনে অশুর সাজি,
সীতাদের সতিত্ব হরনে।।
সকলেই জানে আমি ভাল,
সুন্দর, সত্য আর সাম্যের সেরা;
কেউ কি আছে এমন জানে, কে আমি???
কি সুধা আছে আমাতে ঘেরা।।
-
Nice one.... but who is the author of the above poem?