Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: wahid on May 14, 2013, 01:47:16 PM

Title: ফেসবুক ব্যবহারকারীদের জন্য ম্যালওয়্যার সতর্কতা !!!
Post by: wahid on May 14, 2013, 01:47:16 PM
(http://paimages.prothom-alo.com/resize/maxDim/340x1000/img/uploads/media/2013/05/14/2013-05-14-04-01-23-5191b713cb3a4-malware.jpg)
নতুন ধরনের একটি ম্যালওয়্যার ফেসবুক অ্যাকাউন্ট হাতিয়ে নিচ্ছে বলেই ফেসবুক ব্যবহারকারীদের সতর্ক করেছে মাইক্রোসফট।
ম্যালওয়্যারটি গুগল ক্রোম এক্সটেনশন ও ফায়ারফক্স ব্রাউজারের অ্যাড-অনের আদলে ফেসবুক ব্যবহারকারীদের সব তথ্য হাতিয়ে নিতে সক্ষম। এক খবরে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।
মাইক্রোসফটের বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রথমে এ ম্যালওয়্যারটি শনাক্ত করা হয়েছে ব্রাজিলে। ‘ট্রোজান: জেএস/ফেবিপোস’ ম্যালওয়ারটি ছদ্মবেশে বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। ম্যালওয়্যারটি সাধারণ ব্রাউজার এক্সটেনশনের মতো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে থাকে। একবার ডাউনলোড হয়ে গেলে এটি আক্রান্ত কম্পিউটার থেকে ব্যবহূত ফেসবুক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। আক্রান্ত কম্পিউটার থেকে ফেসবুকে লগ ইন করা হলে ম্যালওয়্যারটি কনফিগারেশন ফাইল ডাউনলোড করে এবং ব্রাউজার এক্সটেশনকে বিভিন্ন কাজের নির্দেশনা পাঠাতে পারে। ম্যালওয়্যারটি ব্যবহারকারীর অগোচরে বিভিন্ন পেজে লাইক, শেয়ার, পোস্ট, কোনো গ্রুপে যোগ দেওয়া, চ্যাট করার মতো কাজগুলোও করে যেতে সক্ষম।
মাইক্রোসফটের গবেষকেরা নতুন এ ট্রোজানটি সম্পর্কে সতর্ক থাকতে ফেসবুক ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছেন।


Source: http://www.prothom-alo.com/detail/date/2013-05-14/news/352134