Daffodil International University

Bangladesh => Heritage/Culture => Topic started by: najim on May 15, 2013, 04:26:28 PM

Title: মিরপুর চিড়িয়াখানার পুরুষ গন্ডারটি মারা গেছে
Post by: najim on May 15, 2013, 04:26:28 PM


মিরপুর চিড়িয়াখানার পুরুষ গন্ডারটি মারা গেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ঢাকা: বুধবার ভোরে রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় পুরুষ গন্ডারটি মারা গেছে। চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর  মাকসুদুল হাসান হাওলাদ মাকসুদুল জানান, গত বছরের এপ্রিলে দক্ষিণ আফ্রিকা একটি পুরুষ ও একটি নারী গন্ডার আনা হয়। প্রতিটির দাম পড়ে প্রায় ৬০ লাখ টাকা।


গন্ডারটির মৃত্যুর কারণ সম্পর্কে ভেটেরিনারি সার্জন মাকসুদুল জানান, গত ১৩ মে পুরুষ গন্ডারটির মাথা ও ঘাড়ে আঘাতের চিহ্ন দেখা যায়। গন্ডারটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল এবং খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিল। 
বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।


চিড়িয়াখানা কর্তৃপক্ষ ধারণা করছেন, স্ত্রী গন্ডারের সঙ্গে গুঁতোগুঁতির ঘটনায় পুরুষ গন্ডারটি আহত হতে পারে। ময়নাতদন্ত শেষে এটিকে মাটি চাপা দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।