Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: arefin on May 18, 2013, 12:18:56 PM

Title: BTRC Reduces Internet Upload Speed
Post by: arefin on May 18, 2013, 12:18:56 PM
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বৃহস্পতিবার থেকে এ নির্দেশনা কার্যকর হওয়ার পর গ্রাহকরা আপলোড স্পিড কম পাচ্ছেন।

এদিকে এ নির্দেশনার ফলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো আপলোড গতি ৭৫ শতাংশ কমিয়ে এনেছে। ফলে ফেইসবুকে ছবি আপলোড, স্কাইপিসহ অন্যান্য ভিডিও চ্যাটে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ ব্যবহারকারীদেরও।

তবে এ নির্দেশনার ফলে ইন্টারনেট ডাউনলোড গতিতে কোন প্রভাব পড়বে না।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি আকতারুজ্জামান মঞ্জু বিটিআরসির নির্দেশনার বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নির্দেশনার পর গ্রাহকদের কাছ থেকে আপলোডসহ নানা অভিযোগ পাওয়া যাচ্ছে। গ্রাহক স্বার্থেই এ নির্দেশনা প্রত্যাহার করা উচিত।

এ ব্যাপারে বিটিআরসির চেয়ারম্যানকে আপলোড গতি ৬০ থেকে ৭০ শতাংশের মধ্যে রাখার সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।

আইআইজি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের কর্মকর্তা ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিটিআরসি এ নির্দেশনা দিয়েছে, নির্দেশনা বাস্তবায়নের ফলে ইন্টারনেট সেবায় সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে।

যে উদ্দেশ্য এই নির্দেশনা জারি করা হয়েছে তা সফল হবে না বলেও মনে করেন তিনি।

আইএসপিগুলো জানিয়েছে, আইআইজি থেকে তারা ডুপ্লেক্স ব্যান্ডইউথ কিনে থাকে, যাতে আপলোড ও ডাউনলোড সমানভাবে হয়।

বর্তমানে বাংলাদেশে ৩৬টি আইআইজি প্রতিষ্ঠান রয়েছে।

বিটিআরসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে পাঠানো ওই নির্দেশনায় আইআইজি প্রতিষ্ঠানগুলোকে বলা হয়, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) আপলোড স্পিড সর্বোচ্চ ২৫ শতাংশ হবে।

তবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সফটওয়ার কোম্পানি, ট্রাভেল এজেন্ট, দূতাবাস ও সরকারি প্রতিষ্ঠান এর আওতা মুক্ত থাকছে। এসব প্রতিষ্ঠানের নাম সাত দিনের মধ্যে বিটিআরসিকে দেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।   

পরবর্তী ঘোষণা না দেয়া পর‌্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে বলে জ্যেষ্ঠ সহকারী পরিচালক সাবিনা ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়।

অবশ্য বিটিআরসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, অবৈধ ভিওআইপি প্রতিরোধে পরীক্ষামূলক এ নির্দেশনা দেয়া হয়েছে। কিছুদিনের মধ্যে এ নির্দেশনা প্রত্যাহার হতে পারে।   

আইআইজি প্রতিষ্ঠানগুলো ব্যন্ডউইথ নিয়ন্ত্রণ ও পাইকারি ব্যান্ডইউথ আইএসপিদের কাছে বিক্রি করে এবং আইএসপিগুলো গ্রাহক পর্যায়ে এ সেবা দিয়ে থাকে।


Source: http://bangla.bdnews24.com/business/article626563.bdnews
Title: Re: BTRC Reduces Internet Upload Speed
Post by: Sultan Mahmud Sujon on May 18, 2013, 01:00:19 PM
বিটিআরসি কে প্রাণঢালা অভিনন্দন,যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ।দীর্ঘদিন ধরে এই দাবিটি জনমানুষের মুখে মুখে ফিরছিল ।অবশেষে দাবিটি আলোর মুখ দেখায় আমরা চরম ভাবে পুলকিত,আনন্দিত


Title: Re: BTRC Reduces Internet Upload Speed
Post by: arefin on May 21, 2013, 03:36:46 PM
সম্প্রতি বাংলাদেশে ভিওআইপি বন্ধের অজুহাতে ইন্টারনেটে আপলোড গতি সাময়িক ভাবে ৭৫ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়ে তীব্র সমালোচনার মুখোমুখি হয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। পরে সিদ্ধান্ত প্রত্যাহার করলে ইন্টারনেট ব্যবহারকারীরা শান্ত হয়।

তবে এই ধারা একেবারেই বন্ধ হয়ে যাবে না। ভিওআইপি প্রতিরোধে বছরে অন্তত ২ বার ইন্টারনেটে আপলোড গতি সাময়িক ভাবে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল সোমবার বিকালে বিটিআরসি সম্মেলন কক্ষে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশেন নেতাদের সঙ্গে বৈঠকে জানানো হয়েছে, ইন্টারনেট ব্যান্ডউইডথ আপলোড গতি কমানোর নির্দেশনা আবার আসতে পারে। কিন্তু সে ক্ষেত্রে তা স্বল্প সময়ের জন্য হবে।

বৈঠকে আরও জানানো হয়েছে, অবৈধ ভিওআইপি ব্যবসা পর্যবেক্ষণে এই ধরনের নির্দেশনা বছরে দুই বারের বেশি আসবে না। সোমবার বিটিআরসির পক্ষ থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশেন নেতাদের সঙ্গে বৈঠকে এই নিশ্চয়তা দেয়া হয়।

আপলোড গতির সাম্প্রতিক সমস্যা নিয়ে বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস বৈঠকে বলেন, এ ধরনের নির্দেশনা হয় স্বল্প সময়ের জন্য, সাম্প্রতিক যে ঘটনা হয়েছে তা ছিল ভুল বোঝাবুঝি।

প্রায় দেড় ঘণ্টার বৈঠকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।

গত বৃহস্পতিবার বিটিআরসি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোকে (আইআইজি) ইন্টারনেট আপলোড গতি সর্বোচ্চ ২৫ শতাংশ করার নির্দেশনা দেয় বিটিআরসি।

এর ফলে প্রতিষ্ঠানগুলো আপলোড গতি ৭৫ শতাংশ কমিয়ে আনে। এরপর রোববার ওই নির্দেশনা প্রত্যাহার করে বিটিআরসি জানায়, গতি কমানোর নির্দেশনা ছিলো দুই ঘণ্টার জন্য, সংশ্লিস্ট কর্মকর্তা নির্দেশনা প্রত্যাহারের নোটিস টি ই-মেইল করে পাঠালেও প্রযুক্তিগত সমস্যার কারণে তা আইআইজিগুলো পায়নি।

ফলে তা পুনরায় কার্যকর করতে ২ দিন সময় লেগে যায়।