Daffodil International University

Career Development Centre (CDC) => Education => Bangladesh Civil Service-BCS => Topic started by: Narayan on May 19, 2013, 03:35:29 PM

Title: এক ঘণ্টার অগ্নিপরীক্ষা
Post by: Narayan on May 19, 2013, 03:35:29 PM
দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন আপনি। কয়েক লাখ পরীক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করতে হবে আপনাকে! তা-ও কিনা যে পরীক্ষার কোনো সিলেবাস নেই! স্বাভাবিকভাবেই এ কদিন একটু বেশি উদ্বিগ্ন এবং চিন্তিত থাকবেন আপনি। কিন্তু আপনি যদি চিন্তিত ও উদ্বিগ্ন থাকেন তাহলে হেরে যাবেন। কেননা এটি আপনার মানসিক অস্বস্তি তৈরি করবে। সেই সঙ্গে মনোযোগও নষ্ট করবে। ফলে আর গুছিয়ে পড়তে পারবেন না। তাই আমার প্রথম পরামর্শ হলো চিন্তামুক্ত থাকুন। এরপর আসা যাক অন্য কথায়।
পুরোনো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রগুলো চর্চা করুন। মডেল টেস্টের যেসব বইপত্র বাজারে পাওয়া যায় সেগুলো নিশ্চয়ই আপনি এর মধ্যে সমাধান করেছেন। সেসব মডেল টেস্ট আরও একবার চোখ বুলিয়ে নিন। এখন বেশি বেশি মডেল টেস্ট চর্চা করাই হবে বুদ্ধিমানের কাজ। আর সারাক্ষণ একটি কাজ করতে পারেন—পুরোনো পড়াগুলো রি-কল করার চেষ্টা করুন। মনে না পড়লে, একটু চোখ বুলিয়ে নিন। এটাই হলো শেষ প্রস্তুতি। একটি জিনিস মনে রাখবেন, আপনি এত দিনে যা পড়েছেন এটিই আপনার সেরা প্রস্তুতি। এবং এই দিয়েই লড়াই করা সম্ভব। কেননা, প্রিলিমিনারি পরীক্ষায় শুধু পাস করতে হয় এর থেকে বেশি কিছু নয়। তাই নতুন কিছু আর পড়ার দরকার নেই।
আরও কিছু বিষয় হলো, অনুমানের ওপর উত্তর দিতে যাবেন না। কেননা, ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে।
প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোয় ভালো করার ক্ষেত্রে প্রস্তুতির চেয়ে আত্মবিশ্বাস বেশি কাজে লাগে।
পরীক্ষার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। প্রিলিমিনারি পরীক্ষার এক ঘণ্টা মাথা ঠিক রাখার জন্য দারুণ একটা ঘুম অনেক সাহায্য করে।
পরীক্ষার দিন সকালে কিছু পড়ার প্রয়োজন নেই। আবারও বলছি চিন্তামুক্ত থাকুন। রাস্তায় জ্যাম থাকতে পারে, তাই হাতে যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে রওনা হয়ে পড়ুন। বিসিএস প্রতিযোগিতামূলক পরীক্ষা, এটা যেমন সত্য, বাস্তব প্রতিযোগিতায় আসার মতো প্রার্থী সাধারণত খুব বেশি থাকেন না, এটাও তেমন সত্য। তাই ভয়ের কিছুই নেই। আপনার জন্য শুভকামনা রইল।


জিনাত মহল: প্রথম শ্রেণীতে প্রথম, স্নাতক ও স্নাতকোত্তর, এনিমেল হাজবেনড্রি বিভাগ. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

Courtesy: Prothom-Alo
Title: Re: এক ঘণ্টার অগ্নিপরীক্ষা
Post by: A.S. Rafi on July 14, 2013, 11:21:54 AM
good article.
Title: Re: এক ঘণ্টার অগ্নিপরীক্ষা
Post by: sarmin sultana on July 14, 2013, 12:31:15 PM
Informative post.........thanks for Sharing



Sarmin Sultana
Asst. Coordination Officer
BBA Program
Title: Re: এক ঘণ্টার অগ্নিপরীক্ষা
Post by: 710000757 on November 11, 2013, 06:38:57 PM
hmm I appeared for three times
Title: Re: এক ঘণ্টার অগ্নিপরীক্ষা
Post by: maruppharm on November 12, 2013, 10:36:59 PM
You are right. Thanks for the article.
Title: Re: এক ঘণ্টার অগ্নিপরীক্ষা
Post by: nadimhaider on February 13, 2014, 11:29:28 PM
thanks, can't be tension free because past days was careless & lot to read before exam.