Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Sultan Mahmud Sujon on May 21, 2013, 12:39:09 PM

Title: Dear Authority My request :Best Teacher Award in every year
Post by: Sultan Mahmud Sujon on May 21, 2013, 12:39:09 PM
প্রিয় কর্তৃপক্ষ,
আমার সালাম নিবেন।
আশা করি সকল কর্ম ব্যস্থতার মাঝে ভালা আছেন। আমাদের ড্যাফোডিল র্ভাসিটিতে সকল স্যার - ম্যাডাম খুবি মেধাবী । প্রত্যেক স্যার - ম্যাডামই এক এক জন আইকন আমার কাছে, কাকে ছেড়ে কার নাম বলবো, বলা মসকিল।  তাঁরা হচ্ছে মানুষ গড়ার কারিগড়। জীবনে কি শুধু পড়া লেখাই সব। তাদের ( স্যার-ম্যাডাম) কাছ থেকে আমরা আলোর পথ দেখতে পাই। মা বাবর পরেই স্যার ম্যাডামের স্থান। সকাল বেলা ড্যাফেডিলে যাই, সারা দিন তাদের কাছেই থাকি, সন্ধ্যায় বাসায় ফিরি। যাই হোক বেশি কিছু লিখবো না। মূল কথায় আছি।

প্রতি বছর ড্যাফোডিল ভার্সিটিতে বেষ্ট স্যার এবং ম্যাডাম পুরস্কার প্রদান কার যায় কি না।

কতৃপক্ষের সুদৃষ্টি কামরা করছি

সুলতান মাহমুদ সুজন (বিবিএ-সুজন-27 ব্যাচ)
Title: Re: Dear Authority My request :Best Teacher Award in every year
Post by: International Desk, DIU on May 25, 2013, 12:47:18 PM
Dear Student:


Thank you very much for your thinking.

We do announce the Best Faculty Award. And this is an International Award nominated by Daffodil and awarded by IAUP. Last year Mr. Masum Iqbal, Head of The Deaprtment, BBA has won the award.