Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: sushmita on May 25, 2013, 01:48:04 PM

Title: Amazing Story
Post by: sushmita on May 25, 2013, 01:48:04 PM
একবার এক ইঁদুর লক্ষ্য করল
যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ
পাতা রয়েছে। সে খুবই ভয় পেল।
ফাঁদটি অকেজো করার জন্য সে ওই
বাড়িতে থাকা মুরগির সাহায্য
চাইল।
মুরগি ঘটনা শোনে জবাব দিল-
“ ফাঁদটি আমার কোন
ক্ষতি করতে পারবেনা।
অতএব আমি এখানে কোন সাহায্য
করতে পারবনা”।
মুরগির কাছ থেকে এই উত্তর
শুনে ইঁদুর খুব দুঃখিত হল
এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য
চাইল। ছাগল ফাঁদের
কথা শোনে বলল-
“ওই ফাঁদ বড়দের জন্য নয়।
আমি এখ...ানে তোমাকে কোন
সাহায্য করতে পারবনা”। ইঁদুর
ছাগলের কাছ থেকে একই উত্তর
শোনে দুঃখিত হয়ে গরুর
কাছে গেলো। সব কথা শুনে গরু বলল-
“ইদুরের ফাঁদ আমার মত বড় প্রাণীর
কোন ক্ষতিই করতে পারবেনা।
যা আমার কোন
ক্ষতি করতে পারবেনা-
তাতে আমি সাহায্য
করতে পারবনা”।
ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার
ঘরে ফিরে এলো।
রাতের বেলা বাড়ির
কর্তী অন্ধকারের ভিতর
বুঝতে পারলেন যে ফাঁদে কিছু
একটা ধরা পরেছে।
অন্ধকারে ফাঁদের কাছে হাত
দিতেই উনি হাতে কামড় খেলেন
এবং আলো এনে দেখলেন
ফাঁদে ইঁদুরের বদলে সাপ
ধরা পরেছে।
তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল।
তাড়াতাড়ি ডাক্তার ডাকা হল।
চিকিৎসা শুরু হয়ে গেল। কিন্তু
অবস্থা মোটেই ভালো না।
পথ্য হিসেবে ডাক্তার মুরগির সূপ
খাওয়াতে বললেন। সুপের জন্য
কর্তা মুরগিকে জবাই করে দিলেন।
অবস্থা আস্তে আস্তে আরও খারাপ
হতে লাগলো। দূরদূরান্ত থেকে আরও
অনেকে আত্মীয় স্বজন আসতে লাগলো।
বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই
করলেন তাদের আপ্যায়ন করার জন্য।
আরও ভালো চিকিৎসার জন্য অনেক
টাকার দরকার হতে লাগলো।
অবশেষে বাড়ির কর্তা তাদের
গরুটিকে কসাইখানায়
বিক্রি করে দিলেন। একসময় বাড়ির
কর্তী সুস্থ হয়ে উঠল। আর এই সমস্ত
কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর
থেকে পর্যবেক্ষণ করল।
শিক্ষণীয় বিষয়ঃ কেউ
বিপদে সাহায্য
চাইলে তাকে সাহায্য করা উচিৎ,
হোক সেই বিপদ আমাকে স্পর্শ করুক
বা না করুক।
বিপদ্গ্রস্থকে সাহায্য করা নৈতিক
দায়িত্ব।------- ­--
Title: Re: Amazing Story
Post by: ishaquemijee on May 30, 2013, 08:49:22 AM
Knowledgeable.
 
Title: Re: Amazing Story
Post by: R B Habib on May 30, 2013, 11:47:04 AM
Used to hear it at childhood, relearn the moral lesson. Thanks.
Title: Re: Amazing Story
Post by: asma alam on June 13, 2013, 11:36:11 AM
Thank you Sushmita for presenting a simple story in an interesting way and then wrapping it with a moral message.

Asma Alam
Title: Re: Amazing Story
Post by: anik2011 on June 13, 2013, 02:45:22 PM
very nice story,,,
Title: Re: Amazing Story
Post by: sanjida.dhaka on July 04, 2013, 11:12:01 PM
very nice 
Title: Re: Amazing Story
Post by: s.islam on July 13, 2013, 02:55:46 PM
Thanks for your intellectual post.
Title: Re: Amazing Story
Post by: Mohammad Salek Parvez on September 10, 2013, 10:38:58 AM
really amazing ! but the moral is negative. Because it goes against the proverb : dusto lok ke sahajjo korte nei.
:SP :
Title: Re: Amazing Story
Post by: Md. Al-Amin on December 01, 2013, 12:51:29 PM
We should help each other to accelerate our journey of life....
Title: Re: Amazing Story
Post by: sadique on December 08, 2013, 03:30:38 AM
very interesting with great moral...
Title: Re: Amazing Story
Post by: A.S. Rafi on December 20, 2013, 02:15:13 PM
Childhood story......enjoyed once again,thank you.
Title: Re: Amazing Story
Post by: Mohammad Salek Parvez on February 01, 2014, 01:10:32 PM
enjoyable but I disagree little.
Should we help the miscreants of the society if they want to escape ?
: SP:
Title: Re: Amazing Story
Post by: A.S. Rafi on February 01, 2014, 02:12:47 PM
you have  just spoken my mind..sticking to the story literally I also ask from religious perspective what are the usefulness of mosquitoes when they say that the all creations in the world are for the benefits of human beings?
Title: Re: Amazing Story
Post by: sajib on February 10, 2014, 09:36:12 AM
Very nice
Title: Re: Amazing Story
Post by: nadimhaider on February 16, 2014, 09:24:50 PM
knowledgeable story, thanks
Title: Re: Amazing Story
Post by: bcdas on February 22, 2014, 05:16:48 PM
Really, Interesting story..............................

thanks.
Title: Re: Amazing Story
Post by: Antara11 on March 22, 2014, 08:19:31 PM
Knowledgeable....should practice the moral.
Title: Re: Amazing Story
Post by: drkamruzzaman on May 08, 2014, 11:52:57 AM
nice post with moral lesson.
Title: Re: Amazing Story
Post by: sushmita on January 06, 2015, 03:50:06 PM
Thank you All for your patience reading rasping the significance.
Title: Re: Amazing Story
Post by: Sharmin Jahan on January 12, 2015, 10:40:32 AM
Nice