Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: Mohammed Abu Faysal on May 28, 2013, 09:56:28 AM

Title: Gmail in new look.
Post by: Mohammed Abu Faysal on May 28, 2013, 09:56:28 AM
সবচেয়ে জনপ্রিয় ইমেইল সার্ভিস হিসেবে যে কয়েকটি ইমেইল সেবার নাম আসবে, তার মধ্যে শুরুতেই থাকবে গুগল'র জিমেইল। ইমেইল ব্যবহারকারীদের কাছে প্রথম ও আদর্শ পছন্দ হিসেবেই অনেকে জিমেইলকে অভিহিত করে থাকেন। ব্যবহারকারীর সংখ্যাতেও এগিয়ে রয়েছে এই সার্ভিসটি। তবে সাম্প্রতিক সময়ে বেশ প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই রয়েছে গুগল'র এই ইমেইল সেবাটি। টেক জায়ান্ট মাইক্রোসফট তাদের আউটলুকের মাধ্যমে সব ধরনের মাইক্রোসফট অ্যাকাউন্ট এবং অন্যান্য সার্ভিসের সংযোজন করলে এটি গ্রাহক আকৃষ্ট করতে থাকে। এর নতুন ইন্টারফেসেও মুগ্ধ হয়েছেন অনেকেই। এর কারণেই হয়ত এবারে নিজেদের ইন্টারফেসটিও বদলে দিচ্ছে জিমেইল। বেশ কিছুদিন ধরে প্রযুক্তি বিশ্বে এই আলোচনা চলতে থাকলেও গুগল'র পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি। তবে এবারে নতুন চেহারার জিমেইলের কিছু প্রকাশিত হয়েছে অনলাইনে। ফলে এক বছর আগে সম্পূর্ণ নতুন চেহারা নিয়ে হাজির হওয়া জিমেইলের ইন্টারফেসে যে আবারও বড় ধরনের পরিবর্তন আসছে, তা একরকম নিশ্চিত হয়েছেন প্রায় সকলেই। এসব ছবি থেকে দেখা যায় ডেস্কটপ, অ্যান্ড্রয়েড এবং আইওএস-এর জন্য জিমেইল সংস্করণের সবগুলোতেই এসেছে পরিবর্তন। জিমেইলের এই নতুন ইন্টারফেসের মধ্যে রয়েছে নেভিগেশন ড্রয়ারের সংযোজন। স্মার্টফোন ব্যবহারকারীরা অবশ্য এই ফিচারটি ভালোভাবে উপভোগ করতে পারবেন। আগেকার ইনবক্সের ড্রপডাউন মেন্যু থেকে পাঠানো মেইল বা অন্যান্য মেইল অপশনে যেতে হলেও নতুন ইন্টারফেসে সরাসরি পাওয়া যাবে এসব অপশন। জিমেইলে আসা নতুন নতুন ইমেইলগুলোকে বিভিন্ন লেবেল ব্যবহার করে আলাদা করা হলে সেই লেবেল অনুযায়ী ইনবক্সের মেইলগুলো ক্যাটাগরিতে বিভক্ত হয়ে দেখাবে বলেও দেখা যায় আরেকটি স্ক্রিনশট থেকে। নতুন এসব ইন্টারফেস বিশেষ করে স্মার্টফোন এবং ট্যাবলেট পিসি ব্যবহারকারীদের বেশি আকৃষ্ট করবে বলেই মন্তব্য করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। খুব শীঘ্রই এগুলো সকল ব্যবহারকারীর জন্য চালু হবে বলেও ধারণা করছেন তারা।

Ref:-  http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDVfMjhfMTNfMV8zM18xXzQ0MDU1
Title: Re: Gmail in new look.
Post by: R B Habib on May 28, 2013, 02:13:10 PM
Hope it will be worth using.