Daffodil International University

Faculty of Allied Health Sciences => Nutrition and Food Engineering => Topic started by: Narayan on May 28, 2013, 11:54:45 AM

Title: Some of the unknown information of the human body !
Post by: Narayan on May 28, 2013, 11:54:45 AM

১. একজন পুরুষ দৈনিক ৪০ টা চুল হারায় আর নারী হারায় ৭০ টা চুল।
২. আপনি প্রতিদিন সকালে তুলনামূলকলম্বা হয়ে যান রাতের সময়ের চেয়ে।
৩. হৃৎপিণ্ড পুরো শরীরে সারাদিন গড়ে এক হাজার বার রক্ত সঞ্চালন করে থাকে।
৪. চোখের পাপড়ি আয়ুকাল ১৫০ দিন।
৫. চোখের ভ্রু তে প্রায় পাঁচশো টি চুল আছে।
৬. মানুষের শরীরের গড়ে প্রায় একশো বিলিয়ন নার্ভ সেল রয়েছে।
৭. মানুষ কখনই চোখ খোলা রেখে হাঁচি দিতে পারেনা।
৮. মানুষের শরীরে হাড় জমাট বাধা কংক্রিট এর চেয়ে ও বেশি শক্ত।
৯. জিহ্বা স্বাদমূল প্রতি ১০ দিন পর পর নষ্ট হয়ে যায়।
১০. বাচ্চারা বসন্তকালীন সময়ে সবচেয়ে বেশি বেড়ে উঠে।
১১. চোখ সারা জীবন একই আকারে থাকলেও নাক এবং কান বেড়ে উঠে।
১২. আমরা জন্মের সময় ৩০০ টা হাড় নিয়ে জন্মাই কিন্তু আমরা যখন পূর্ণবয়স্ক হই তখন আমাদের হাড় হয়ে যায় ২০৬ টা।
১৩. মানুষের মাথার খুলি ভিন্ন রকমের ২২ টি হাড় ইয়ে তৈরি।
১৪. হাতের নখের মত পদার্থ দিয়েই তৈরি হয়েছে চুল।
১৫. যখন আমরা হাঁচি দেই তখন শরীরের ভিতরের সমস্ত যন্ত্রাংশকার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এমনকি আমাদের হৃৎপিন্ডেরও।
১৬. জিহ্বা মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী একটি পেশী।
১৭. একজন আদর্শ মানুষ দৈনিক অন্তত চার বার মল ত্যাগ করে।
১৮. মুখ থেকে পেটে খাবার যেতে সময় লাগে ৭ সেকেন্ড।
১৯. হাঁচির সময় মানুষের নাক দিয়ে বাতাস বের হয় ১০০ কিঃমিঃ বেগে।
২০. সবচেয়ে ছোট হাড় হচ্ছে কানের হাড়।


Original Source: http://goo.gl/GTDTz (http://goo.gl/GTDTz)
Title: Re: মানব দেহের অজানা কিছু তথ্য !
Post by: nfeoffice on June 18, 2013, 03:26:16 PM
Some are contradictory. However, interesting information.
Title: Re: মানব দেহের অজানা কিছু তথ্য !
Post by: Munni on July 02, 2013, 03:29:31 PM
Very interesting and informative post.
Title: Re: Some of the unknown information of the human body !
Post by: Khandoker Samaher Salem on July 24, 2013, 03:24:27 PM
Good to know these info...
Title: Re: Some of the unknown information of the human body !
Post by: Shabnam Sakia on August 03, 2013, 12:54:06 AM
Interesting.
Title: Re: Some of the unknown information of the human body !
Post by: jas_fluidm on August 04, 2013, 03:23:18 PM
thanks for this post
Title: Re: Some of the unknown information of the human body !
Post by: tasnuva on September 15, 2013, 01:05:18 PM
Good to know.
Title: Re: Some of the unknown information of the human body !
Post by: Saba Fatema on September 29, 2013, 03:51:02 PM
A lot of interesting information...