Daffodil International University

Famous => Person => Topic started by: Shamim Ansary on May 29, 2013, 12:55:31 PM

Title: Humayun Faridi...an allrounder Actor
Post by: Shamim Ansary on May 29, 2013, 12:55:31 PM
‘হুমায়ুন ফরীদি’-বর্ণাঢ্য অভিনয় জীবন ছিল তার। চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে সমান দাপটের সঙ্গে অভিনয় করে দেশ-বিদেশের লাখো-কোটি ভক্তের মনে আসন করে নিয়েছেন। ১৯৭৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম নাট্য উত্সব আয়োজনের প্রধান সংগঠক ছিলেন তিনি। এ উত্সবের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ে অঙ্গনে তাঁর ব্যাপক পরিচিতি গড়ে ওঠে। এ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তিনি ঢাকা থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত হন। ঢাকা থিয়েটারের সদস্য হিসেবে বাংলাদেশে একজন মেধাবী ও শক্তিমান নাট্যব্যক্তিত্ব হিসেবে নিজের জাত চিনিয়েছিলেন। অভিনয়ের অসাধারণত্বে যে আত্মপরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন, তাঁর সেই উচ্চতায় এ দেশের খুব কম মানুষই পৌঁছতে পেরেছেন।

আজ ২৯মে ২০১৩, মহান এই অভিনেতার ৬১ তম জন্মদিনে রকমারি পরিবার তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে।


(http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-frc3/970161_371405846294695_1848634020_n.jpg)