Daffodil International University
IT Help Desk => One in all PC tips => Topic started by: Zahir_ETE on May 29, 2013, 09:28:42 PM
-
* ড্রাইভার আপডেট রাখুন।
* তাপমাত্রা মনিটর করুন। বেশি গরম হয়ে গেলে পিসি অফ করে ঠা-া হতে দিন। ফ্যান কন্ট্রোল করতে সফটওয়্যার ব্যবহার করুন।
* না জেনে এবং অভিজ্ঞ কারও সাহায্য ছাড়া ওভারক্লকিংয়ের কথা চিন্তাও করবেন না।
* কিছুদিন পরপর মাদারবোর্ড থেকে কার্ড খুলে স্লট পরিষ্কার করুন।
* যথেষ্ট পাওয়ার সাপ্লাই ব্যবহার করুন।
* পারলে আমার মতো সবসময় কেসিং খুলে রাখুন যেনো দক্ষিণা হাওয়ায় গ্রাফিক্স কার্ড ভেসে যেতে পারে।
-
informative post
-
thanks for sharing this informative post :)