Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: Mohammed Abu Faysal on June 01, 2013, 11:09:05 AM

Title: Facebook will detect original user ID
Post by: Mohammed Abu Faysal on June 01, 2013, 11:09:05 AM
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক এবার খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটারের মতো করে বিখ্যাত ব্যক্তিদের চিহ্নিত করার সুবিধা চালু করেছে। এর ফলে এখন ফেসবুক টুইটারের মতো করেই বিশেষ উদ্যোগ নেবে যার মাধ্যমে বিখ্যাত তারকা, খেলোয়াড়, ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, জনপ্রিয় ব্র্যান্ড, সাংবাদিকদের প্রকৃত ফেসবুক পেজ নিশ্চিত করবে। অর্থাৎ নির্দিষ্ট পেজটি যাঁর নামে রয়েছে, তিনিই ব্যবহার করেন কিংবা তাঁর অনুমোদনে পরিচালিত হয় সে বিষয়টি নিশ্চিত করা হবে। ২৯ মে থেকে ফেসবুকে এ সুবিধা চালু হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন তারকা ও খেলোয়াড়ের সঠিক ফেসবুক পেজকে চিহ্নিত করা হয়েছে এবংপেজে তাঁদের নামের পাশে নীল টিকচিহ্ন যোগ হয়েছে। এই টিকচিহ্ন নিশ্চিত করবে যে, এটি ওই ব্যক্তির আসল ফেসবুক পেজ।
সম্প্রতি ফেসবুক আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, নতুনভাবে তারকা, ব্যক্তিত্ব এবং সেরা ব্যবসায়ীদের অনুমোদিত (ভেরিফাইড) ফেসবুক পেজ চিহ্নিতের কাজ শুরু হয়েছে। এর মধ্যে যাঁদের ফ্যান-সংখ্যা কিংবা বন্ধুর সংখ্যা অনেক বেশি এবং তাঁদের নিয়েও রয়েছে বেশ আগ্রহ, তাঁদের অ্যাকাউন্ট কিংবা ফ্যান পেজ চিহ্নিত করা হবে। টুইটারের মতো করেই একটি নীল রঙের টিকচিহ্ন দেখেই ব্যবহারকারীরা বুঝতে পারবেন এটি মূল এবং অনুমোদিত অ্যাকাউন্ট। এর ফলে তারকাদের কাছ থেকে সঠিক খবর পাওয়া যাবে বলেও ধারণা করা হচ্ছে। বর্তমানে একই তারকার নামে একাধিক ফ্যান পেজ কিংবা ফেসবুক অ্যাকাউন্ট থাকায় অনেকের পক্ষেই জানা মুশকিল কোনটা আসল। ফেসবুকের এমন উদ্যোগে সে সমস্যাটি দূর হয়ে গেল।


Ref:- http://www.prothom-alo.com/detail/date/2013-06-01/news/356674