Daffodil International University

IT Help Desk => Telecom Forum => Topic started by: arefin on June 02, 2013, 01:17:24 PM

Title: Make sure your next mobile isn't a health hazard
Post by: arefin on June 02, 2013, 01:17:24 PM
আপনি হয়ত সহজলভ্য স্মার্টফোন কিনছেন, কখনও কি ভেবেছেন ডিভাইসটি কতটুকু নিরাপদ?
(http://img.priyo.com/files/201305/SAR2.jpg)

মোবাইল ফোনের নিরাপত্তার খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে সার (SAR) বা Specific Absorption Rate এর মান। বেশীরভাগ মানুষই এ সম্পর্কে অবগত নয়। এবার জেনে রাখুন, SAR হচ্ছে আপনার শরীর মোবাইল ফোন থেকে নির্গত হওয়া রেডিও ফ্রিকোয়েন্সী ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কতটুকু শোষণ করে তার পরিমাপ।

এর একক ওয়াট পার কিলোগ্রাম (w/kg)। ফোনে SAR এর মান যত কম হবে ফোন তত নিরাপদ হবে।

সকল মোবাইল ফোন টাওয়ারের সাথে সংযুক্ত হওয়ার সময় রেডিও ওয়েভ নির্গত করে, তখন অনেক ক্ষতিকারক তরঙ্গ নির্গত হয় যা আমাদের প্রতিনিয়ত ক্ষতি করে চলেছে, আমাদের অজান্তেই। তরঙ্গ গুলোকে আমাদের শরীরের টিস্যু শোষণ করে নেয়, এবং শরীর কতটুকু শোষণ করছে তা প্রকাশ করা হয় SAR এর মান দ্বারা।

(http://img.priyo.com/files/201305/SAR.gif)

আপনি হয়ত স্বল্পমূল্যে অধিক ফিচার সমৃদ্ধ স্মার্টফোন কিনছেন। যেখানে একটু বেশী মূল্যে ভাল ব্র্যান্ডের ডিভাইস কিনলে আপনার শরীরের ক্ষতির পরিমান কম হবে।

যদিও এই রেডিও ফ্রিকোয়েন্সীর প্রভাবে শরীরে কতটুকু ক্ষতি হচ্ছে তা এখনও নিশ্চিতভাবে পরিমাপ করা যায়নি। SAR এর মান যত বেশী হবে ডিভাইসটি আপনার জন্য ততই বিপদজনক। যেহেতু মাত্র গত দশকেই মোবাইল ফোনের ব্যাবহার বৃদ্ধি পেয়েছে তাই এটি শরীরের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ তা নির্ধারণ করা সম্ভব হয়নি। শুনলে হয়ত অবাক হবেন, চড়ুই পাখীর হঠাৎ করে গায়েব হয়ে যাওয়ার পেছনের কারণ হিসেবে রয়েছে মোবাইল ফোনের টাওয়ার হতে নির্গত হওয়া রেডিও ওয়েভ।


(http://img.priyo.com/files/201305/SAR.jpg)

বিশ্ব সাস্থ্য সংস্থা গত বছর মোবাইল ব্যাবহারের উপর সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে। তাদের মতে মোবাইল ব্যবহারে ক্যানসারের ঝুঁকি রয়েছে।

মোবাইল ফোন প্রস্তুতকারক একটি কোম্পানী বলেছে, ফোনের অতিমাত্রায় SAR ভ্যালু সবসময় পরিলক্ষিত হয় না। অর্থাৎ ফোন সবসময় অনিরাপদ থাকে না। যখন ফোন নেটওয়ার্ক টাওয়ারের সাথে সংযোগ স্থাপন করতে থাকে অথবা ব্যবহারকারী কোন প্রকার ফোন কল করতে থাকেন তখন SAR ভ্যালু সর্বোচ্চ হয়। এছাড়া ফোনের অন্যান্য অপারেশনের সময় SAR ভ্যালু খুবই অল্প হয়।
Title: Re: Make sure your next mobile isn't a health hazard
Post by: R B Habib on June 02, 2013, 01:44:17 PM
Tech-ache
Title: Re: Make sure your next mobile isn't a health hazard
Post by: arefin on June 03, 2013, 11:40:04 AM
Yes indeed.