Daffodil International University
Entertainment & Discussions => Story, Article & Poetry => Topic started by: arefin on June 03, 2013, 11:45:34 AM
-
(১)
শুনুন, এই যে শুনছেন?
"জ্বী, আমাকে বলছেন?"
তা আপনি ছাড়া এখানে আর কে আছে শুনি?
"না মানে . . . ঠিক আছে, ডেকেছেন কেন বলুন"
আচ্ছা, আপনি প্রতিদিন আমাদের বাসার সামনে ঘোরাঘুরি করেন কেন?
"কই? না তো !!! আমি তো এমনি এমনিই হাঁটি"
তাই বুঝি? আপনাকে দেখলে খুব বিরক্তি লাগে
আমি চাইনা আপনি আর আমার বিরক্তির কারন হন
"দেখুন, আমার মনে হয় আপনি কোন ভুল করছেন"
ভুল করছি আমি? স্টুপিড কোথাকার!!!
যা বলেছি তা কানে গ্যাছে?
'জ্বী গ্যাছে, সরি, আমি আর আপনার বিরক্তির কারন হবোনা"
(২)
এই যে, কেমন আছেন?
"মনে হচ্ছে ভালোই আছি"
হুম... আচ্ছা আপনি আর আমাদের ওদিকে যান না কেন?
"হাঃ হাঃ হাঃ, আপনি তো বেশ মজার মানুষ"
বারে, আমি আবার মজা করলাম কেথায়?
"এই স্টুপিড কে যেতে নিষেধ করে এখন আবার না যাবার কারন খুঁজছেন"
ও আচ্ছা, আসলে সেদিন আমারই ভুল হয়েছিল
খুব রেগে আছেন আমার উপর, না?
"নাহ! আমি কারও উপর রাগ করিনা"
প্লিজ, আমাকে মাফ করে দিবেন
"রাগ যখন করিনি তখন মাফ করা খুব কঠিন হবে"
আপনি এতো হেয়ালী করে কথা বলেন কেন?
"তাই বুঝি? কি জানি, হবে হয়ত"
ওহ! মা ডাকছে। আমি যাই
আপনি কিন্তু কাল আসবেন
"আচ্ছা দেখি, আজ তাহলে যাই, ভালো থাকবেন "
আপনিও ভালো থাকবেন, বাই!
(৩)
আচ্ছা, আপনি সেদিন এলেন না যে?
"সরি, আসলে সময় করে উঠতে পারিনি"
আমি অনেকক্ষন অপেক্ষা করেছিলাম
কাজটা মোটেও ভালো করেন নি, আমার খুব খারাপ লেগেছে
"আমার জন্য অপেক্ষা করা আপনার উচিত হয়নি"
বারে, তা হবেনা কেন?
"অপেক্ষা করতে হয় প্রিয়জনদের জন্য, অপো অন্যদের জন্যে নয়"
আপনি যে তা নন, সেটা জানেন কিভাবে?
"এতে না জানার কি আছে?"
"আমাকেত আপনি চেনেন না, আর আপনিও আমার কাছে অপরিচিতা"
কচু জানেন !!! আমি আপনাকে ভালো করে চিনি
আপনার সব খবরও রাখি
"ও, তাই নাকি? ভালোই হল, আমার কষ্টটা কমলো"
বাই দি ওয়ে, আপনিতো আরিফ, আমি তমা
"নাইস টু মিট ইউ, তমা"
থ্যাংকস, চলুন ওদিকটায় একটু হাটি
"না, আজ থাক, আজ আমার একটু কাজ আছে"
ওহ! ঠিক আছে
এই কাগজে আমার ফোন নম্বর আছে, ফোন করবেন
"আচ্ছা, আজ তাহলে যাই, বাই!"
(৪)
হ্যালো! আরিফ? কেমন আছেন?
"কে? তমা? আমি ভালো আছি"
আমি কেমন আছি জানতে চান না?
"জানি তো, আপনি খুব খুব ভালো আছেন"
আপনার মাথা!!! আপনি ফোন করেন না কেন?
ইদানিং তো দেখাও করেন না, ব্যাপার কি?
"এমনি, ইচ্ছে করছিলনা, তাই . . ."
কেন? আমি বন্ধু হবার যোগ্য নই?
"না না, তা ঠিক নয় . . .আসলে আমি ঠিক বোঝাতে পারছিনা আপনাকে"
তাহলে আজ থেকে আমরা বন্ধু, ঠিক আছে?
"আচ্ছা বাবা, ঠিক আছে"
তাহলে আমাকে " তুমি " করে বলো . . .
"হাঃ হাঃ হাঃ, আচ্ছা এখন বলো কি বলবে?"
খুব জরুরী কথা আছে, কাল এসো, প্লিজ
"আচ্ছা আসবো, হ্যা, বেশী সময় নিয়েই আসবো"
আজ তাহলে রাখি, অনেক রাত হলো, ঘুমাও তুমি
"আচ্ছা, শুভ রাত্রি"
সুইট ড্রীমস!!!
"স্লিপ টাইট এন্ড সুইট ড্রীমস!!!"
(৫)
কি? আমার চিঠিটা পড়া হয়েছে?
"হ্যা, হয়েছে, কিন্তু চিঠির জবাব আনিনি"
কেন?
"কারন তোমার চিাঠর উত্তর দেয়া সম্ভভব না"
এসব তুমি কি বলছো? আমি কি তোমার যোগ্য নই?
"আসলে তমা, আমি নিজেই তোমার যোগ্য নই"
"তোমার এই স্টুপিড বন্ধুটি কারো বন্ধু নয়"
"সে কাউকে ভালোবাসে না, তার ভালোবাসার নদী শুকিয়ে গ্যাছে"
তুমি এতো নিষ্ঠুর কেন?
"আসলেই আমি নিষ্ঠুর, আমি যে ভালো মানুষ নই"
প্লিজ, আমাকে ফিরিয়ে দিওনা . . .
"তা হয়না, আর আমিতো তোমাকে ফিরয়ে দিচ্ছিনা
তোমায় ফিরিয়ে দেবার মত সাহস আমার নেই
তাই আমি নিজেই ফিরে যাচ্ছি, আমাকে ফিরে যে যেতেই হবে . . ."
প্লিজ, তুমি চলে যেওনা, একটা কিছু অন্তত বলে যাও
"আজ আমার আর কিছু বলার নেই
আমি ভালোবাসার জেলের এক ফেরারী আসামী
তাই আমি আর সেই বন্ধনে ফিরবোনা
তুমি ভালো থেকো তমা, আমি আর কখনও আসবোনা তোমার কাছে"
যেওনা আরিফ, প্লিজ যেওনা . . . প্লিজ . . .।