Daffodil International University
IT Help Desk => ICT => Topic started by: mukul Hossain on June 05, 2013, 10:54:50 AM
-
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি)প্রস্তাবের জন্য ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্যহার নির্ধারণে সবার কাছে প্রস্তাব আহ্বান করেছে তথ্যপ্রযুক্তি আন্দোলন।
সম্প্রতি প্রতি মেগাবাইট ০.১০ পয়সা এবং প্রতি গিগাবাইট ১০.০০ টাকা দাবি করে আন্দোলন শুরু হলে বিভিন্ন মহলে সরাসরি প্রতিক্রিয়া দেখা দেয়। এ প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি আন্দোলন বিটিআরসিতে প্রস্তাবের জন্য সবার কাছে মতামত চাওয়া হয়।
এরই মধ্যে তথ্যপ্রযুক্তি আন্দোলনের ফেসবুক পেইজ (http://fb.com/ICTmovement) এবং ইভেন্টের মাধ্যমে সবার কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়েছে। এ ছাড়া ‘উন্মুক্ত মূল্যহার নির্ধারণী সভা’ ৫ জুন বুধবার বিকেল ৩টায় শাহবাগ চত্বরে অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত হয়ে যে কেউ ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্যহার প্রস্তাব করার সুযোগ পাবেন। ভোক্তারা ১ মেগাবাইট কত পয়সায় আর ১ গিগাবাইট কত টাকায় পেতে আগ্রহী তা জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
তথ্যপ্রযুক্তি আন্দোলনের সমন্বয়ক জুলীয়াস চৌধুরী জানান, প্রাপ্ত সবার মতামত বিশ্লেষন করে নির্ধারিত মূল্যহার ঘোষণার জন্য ৬ জুন বৃহস্পতিবার বিটিআরসিতে লিখিতভাবে প্রস্তাব করা হবে।
এ মুহূর্তে গ্রামীণফোনের পিথ্রি প্যাকেজে ১ গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের খরচ ৫০.০০ টাকার কম। টেলিটক থ্রিজি এফথ্রি প্যাকেজে গ্রাহকের ১ গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের খরচ ৩৫.০০ টাকার কম। বর্তমানে আইএসপির জন্য প্রতি ১ সেকেন্ডে ১ এমবিপিএস হারে মাসের ব্যান্ডউইথের মূল্য ১ লাখ ২৭ হাজার টাকা থেকে কমিয়ে এখন ৪ হাজার ৮০০ টাকা করা হয়েছে।
তথ্যপ্রযুক্তি আন্দোলনের সমন্বয়ক বলেন, বিটিআরসি থেকে ঘোষিত ভোক্তা পর্যায়ের নতুন মূল্যহারে অবশ্যই ওই অনুপাতে কমাতে হবে। এ ছাড়াও অভিন্ন লক্ষ্যে সোমবার ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটির কর্মকর্তাদের সঙ্গে তথ্যপ্রযুক্তি আন্দোলনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে।