Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: tany on June 05, 2013, 03:54:43 PM

Title: চোখ থাকুক সুন্দর ও স্বাস্থ্যকর
Post by: tany on June 05, 2013, 03:54:43 PM
চোখ আমাদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গের পাশাপাশি সামগ্রিক সৌন্দর্যেরও একটি অংশ। একটি সুন্দর স্বাস্থ্যকর চোখই পারে আপনার ব্যাক্তিত্ব প্রকাশ করতে। যদি চোখকে রাখতে চান সুন্দর এবং স্বাস্থ্যকর তাহলে দৈনন্দিন জীবনে চোখ ভাল রাখার কিছু সহজ বিষয় পালন করতে হবে।
১. সময়ের সাথে সাথে বয়সের ছাপ এবং ডার্ক সার্কেল চোখের চারপাশে দেখা যায়। এর কারন চোখের চারপাশের ত্বক খুবই পাতলা। কিছু পদক্ষেপ নিলে এগুলো রোধ করা যায়।

২. আমাদের ব্যাস্ত জীবনে আমরা টানা কাজ করে যাই, এতে চোখের ওপর চাপ পরে। কাজের ফাঁকে একটু বিরতি দিয়ে চোখে পানির ঝাপটা দিতে হবে। এতে চোখ ফ্রেশ এবং উজ্জ্বল থাকবে।

৩. বেশিক্ষণ কম্পিউটার বা টেলিভিশন একনাগারে দেখা ঠিক নয়। এটি স্বাস্থ্যের জন্যও খারাপ।
৪. প্রতিদিন রাতে আটঘন্টার ঘুম চোখের স্বাস্থ্য এবং সৌন্দর্য ধরে রাখতে খুবই জরুরী।

৫. হাত দিয়ে চোখ ঘষা বন্ধ করতে হবে। এতে চোখের চারপাশের ত্বক নষ্ট হয়ে যায়।

৬. অতিরিক্ত লবণ খেলে চোখের চারপাশ ফুলে ওঠে। এজন্য মাত্রাতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত থাকতে হবে।

৭. চোখের চারপাশে বলি রেখা পরার অন্যতম একটি কারন হলো পানি কম পান করা। যথেষ্ট পরিমান পানি পান করলে চোখের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে।

৮. শরীরে পুষ্টির অভাবে চোখ মলিন হয়ে যায়। তাই পুষ্টিকর খাবার খেতে হবে।

৯. ক্যাফেইন জাতীয় পানিয় যেমন চা কফি অতিরিক্ত পান করা যাবে না। আর জাঙ্ক ফুড বা ভাজা-পোড়া খাবার এড়িয়ে চলতে হবে।
১০. ধোয়া থেকে চোখকে দূরে রাখতে হবে।
১১. সরাসরি সূর্যের আলো থেকে চোখকে রক্ষার জন্য সানগ্লাস ব্যবহার করতে হবে।
১২. চোখের সমস্যা থাকলে সঠিক পাওয়ারের চশমা ব্যবহার করতে হবে।
১৩. চোখের মেকআপ কম ব্যবহার করাই ভালো। আর ঘুমাতে যাওয়ার আগে চোখের মেকআপ তুলে নিতে হবে।
Title: Re: চোখ থাকুক সুন্দর ও স্বাস্থ্যকর
Post by: Sharmin Jahan on June 06, 2013, 10:17:48 AM
We have to be careful about this.
Title: Re: চোখ থাকুক সুন্দর ও স্বাস্থ্যকর
Post by: Saba Fatema on June 09, 2013, 05:51:30 PM
Each of us should take proper care of our eyes.
Title: Re: চোখ থাকুক সুন্দর ও স্বাস্থ্যকর
Post by: Munni on June 11, 2013, 12:54:43 PM
Thanks for sharing.
Title: Re: চোখ থাকুক সুন্দর ও স্বাস্থ্যকর
Post by: saimonh on July 16, 2013, 11:01:41 PM
Thanks for shearing...
Title: Re: চোখ থাকুক সুন্দর ও স্বাস্থ্যকর
Post by: 710000757 on July 29, 2013, 01:45:06 AM
Thanks Madam for informative post...
Title: Re: চোখ থাকুক সুন্দর ও স্বাস্থ্যকর
Post by: fernaz on July 29, 2013, 01:39:47 PM
nice post...
Title: Re: চোখ থাকুক সুন্দর ও স্বাস্থ্যকর
Post by: jas_fluidm on July 29, 2013, 02:11:59 PM
the most important part of the body is eyes.
Title: Re: চোখ থাকুক সুন্দর ও স্বাস্থ্যকর
Post by: bushra on July 30, 2013, 03:18:19 PM
Thank you for sharing this information with us.
Title: Re: চোখ থাকুক সুন্দর ও স্বাস্থ্যকর
Post by: nawshin farzana on September 05, 2013, 08:11:57 PM
useful tips
Title: Re: চোখ থাকুক সুন্দর ও স্বাস্থ্যকর
Post by: shan_chydiu on September 10, 2013, 11:29:47 AM
good post....thanks for sharing this.
Title: Re: চোখ থাকুক সুন্দর ও স্বাস্থ্যকর
Post by: Fahmida Hossain on November 15, 2013, 12:07:40 PM
nice post
Title: Re: চোখ থাকুক সুন্দর ও স্বাস্থ্যকর
Post by: akhishipu on November 17, 2013, 11:13:27 AM
Good to know.
Title: Re: চোখ থাকুক সুন্দর ও স্বাস্থ্যকর
Post by: Mousumi Rahaman on December 15, 2014, 02:13:24 PM
Useful post,thanks.........
Title: Re: চোখ থাকুক সুন্দর ও স্বাস্থ্যকর
Post by: Samia Nawshin on December 17, 2014, 11:51:33 AM
Very effective post. Thanks for sharing :)
Title: Re: চোখ থাকুক সুন্দর ও স্বাস্থ্যকর
Post by: Sharmin Jahan on January 12, 2015, 11:03:31 AM
Good post