Daffodil International University

Bangladesh => Law of Bangladesh => Topic started by: shilpi1 on June 06, 2013, 01:03:25 PM

Title: উত্তরাধিকারীর দায়
Post by: shilpi1 on June 06, 2013, 01:03:25 PM
কোনো মুসলমান উইল না করে মৃত্যুবরণ করলে তার রেখে যাওয়া সম্পত্তি সম্পূর্ণই তার ওয়ারিশদের উপর বর্তাবে। কিন্তু যদি সে কোনো উইল করে মৃত্যুবরণ করে, তবে উইলমূলে প্রদত্ত সম্পত্তি বাদে অবশিষ্ট অংশ তার ওয়ারিশগণের উপর বর্তাবে।

মৃত ব্যক্তির দেনা অপরিশোধিত থাকলে সে অজুহাতে ওয়ারিশদের উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বাধাগ্রস্ত হবে না। মৃত ব্যক্তির  ওয়ারিশরা তার রেখে যাওয়া সম্পত্তির নির্দিষ্ট অংশে বাইয়তি স্বত্বাধিকারী বা এজমালি প্রজা হিসেবে উত্তরাধিকার লাভ করবে।
মুসলিম আইনের বিধান অনুযায়ী মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তি তার মৃত্যুর অব্যবহিত পরই তার ওয়‍ারিশদের উপর বর্তায়।

মুসলিম আইনে প্রত্যেক উত্তারাধিকারীর  অংশ পৃথক, নির্দিষ্ট ও নির্ধারিত। তাই বিধান অনুসারে ওয়ারীশদের মধ্যে যার যে অংশ নির্দিষ্ট করা করা আছে, সেই ‍অনুসারে অবিলম্বে ওয়ারিশরা উত্তরাধিকারসূত্রে সম্পত্তি প্রাপ্ত হবে। প্রত্যক ওয়ারিশের অংশ যেহেতু স্বতন্ত্র ও সুনির্দিষ্ট, তাই একাধিক উত্তরাধিকারীর মধ্যে কোনো একজন অন্যজনের পক্ষে প্রতিনিধিত্ব দান করতে পারেন না বা তার প্রয়োজনও নেই।

কোনো পাওনাদার মৃত ব্যক্তি থেকে পাওনা আদায়ের জন্য উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তির ভোগ-দখলকারী ওয়ারিশদের বিরুদ্ধে মামলা করতে পারেন।