Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Topic started by: mukul Hossain on June 10, 2013, 09:27:35 AM

Title: পবিত্র শবে বরাত
Post by: mukul Hossain on June 10, 2013, 09:27:35 AM
আগামী ২৪ জুন সোমবার দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

রোববার ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 
ইসলামিক ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সচিব কাজী হাবিবুল আওয়াল বাংলানিউজকে জানান,  দেশের কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় ২৪ জুন পবিত্র শবে বরাত পালনের সিদ্ধান্ত  নেওয়া হয়েছে।