Daffodil International University
Entertainment & Discussions => Life Style => Topic started by: shilpi1 on June 23, 2013, 09:42:56 AM
-
আমরা বরাবরই দামী প্রসাধনীর প্রতি বেশি দুর্বল। অথচ আমাদের ঘরেই পাওয়া যায় এমন অনেক সামগ্রী আছে যা ব্যবহার করেই বেশ ভাল ফল পেতে পারি আমরা। চেহারার সজীবতা আনতে পার্লার, ফেসিয়াল, ক্লিনজিং এসবের চেয়ে অনেকক্ষেত্রে এক টুকরো বরফই ‘কাফি’ হতে পারে।
যেকোন ঋতুতেই এই বরফ মেথড কাজে লাগাতে পারেন। গ্রীষ্ম হোক বা শীত, ত্বকের যত্নে বরফ বেশ উপকারী।
কোনো মেকআপ ছাড়াই আপনার চেহারাতে উজ্জ্বলতা ফুঁটিয়ে তুলতে যথেষ্ট ঠাণ্ডা বরফ। কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে পরিষ্কার কাপড়ে মুড়িয়ে আলতো করে ত্বকে ঘষলেই বেরিয়ে আসবে উজ্জ্বলতা।
অন্যদিকে, অভ্যন্তরীন রক্তচলাচল বৃদ্ধিতেও বরফ বেশ কার্যকর। আর ত্বকের স্বাভাবিক রক্ত চলাচল আপনার চেহারাকে করবে সতেজ। অনাকাঙ্ক্ষিত বয়সের ছাপ আর চোখের চারপাশের কালোদাগ দূর করতেও বরফ বেশ উপযোগী।
তৈলাক্ত চেহারার অধিকারীদের জন্য বরফ আশীর্বাদ স্বরূপ। কারণ ত্বকের তৈলাক্ততা হ্রাসে বরফের ব্যবহার বেশ বড় ভূমিকা রাখে। কমিয়ে আনে ত্বকে তেলের উৎপন্নতা।
মেকআপ তোলার পর ত্বকের খসখসে ভাব দূর করতে একটি বরফের টুকরো ঘষে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন খসখসে ভাব উধাও।
বরফ কখনই সরাসরি ত্বকে ছোঁয়াবেন না। পরিষ্কার একটি কাপড়ে বরফের টুকরো পেঁচিয়ে তবেই ঘষুন। আর পেয়ে যান উজ্জ্বল সজীব ত্বক।
-
Forgot the tip, followed ling time back. Thanks for making me remember the need of it.